শিরোপার রেস থেকে পিছিয়ে গেছে মোহামেডান

0
140
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২০ ফেব্রুয়ারী): গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্ব থেকেই শিরোপার রেস থেকে পিছিয়ে গেছে বিজেএমসি, মোহামেডান ও মুক্তিযোদ্ধাবর্তমানে লড়াইটা চলছে মূলত চতুর্থ স্থানের জন্যদ্বিতীয় লেগে মোহামেডান পর পর দুই খেলায় না হারলে পয়েন্ট টেবিলের চিত্রটা হতো অন্য রকমমোহামেডান শিবিরে খেলোয়াড়দের টাকা নিয়ে কর্মকর্তাদের সাথে বিরোধের পরপরই তারা পরাজিত হয় ব্রাদার্স এবং শেখ জামালের কাছেশেখ রাসেলকে হারিয়ে ইতিবাচক দিক নিয়ে ফিরে আসে ঐতিহ্যবাহী দলটি

 

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে পরাজিত করে আরামবাগ ক্রীড়া সঙ্ঘকে১২ খেলায় সাত পয়েন্ট নিয়ে আরামবাগ ফেনী সকারের সাথে তলানিতেবিজেএমসিকে টপকে মোহামেডান ২০ পয়েন্টে চতুর্থ স্থানেউভয় দলের পেনাল্টি মিস ছিল গতকালের প্রধান আকর্ষণ১৩ মিনিটে আরামবাগের পেনাল্টি সীমানায় জেরার্ড মোহামেডানের মরিসনকে ফাউল করলে পেনাল্টি পায় মোহামেডানমরসিনের দুর্দান্ত শর্ট পোস্টের ওপর দিয়ে গ্যালারিতে গিয়ে পড়ে৬৮ মিনিটে মোহামেডানের বক্সে ইয়াসিন অবৈধভাবে বাধা দেয় আরামবাগের খালেদ আহমেদকেরেফারির পেনাল্টির বলিকেস্টার সেকেন্ড বারে শর্ট নিয়ে কিপার মামুন খান বাম দিকে ডাইভ দিয়ে রক্ষা করেন সাদাকালো শিবিরকে১৩ মিনিটে পেনাল্টি মিসের পর ২০ মিনিটে সঙ্ঘবদ্ধ আক্রমণে প্রথম গোল আদায় করে নেয় মোহামেডানমরিসন থেকে সিসান আইডু বল পেয়ে মাইনাস করেন মোবারককেমোবারক সুন্দর প্লেসিং শটে পরাস্ত করেন আরামাবাগের কিপারকে (১-০)প্রথমার্ধ নিজের করে নিয়েছে মোহামেডান২৭, ৩৫, ৪১, ৪৫ মিনিটে আক্রমণগুলোর সার্থক রূপ দিতে পারেনি মরিসন ডামিয়ান সিসান ও সোহেল

 

দ্বিতীয়ার্ধে শুধু একটিই প্রতিষ্ঠিত আক্রমণ করতে পারে মোহামেডানকিন্তু সফল হয়নি৬৮ মিনিটে পেনাল্টি মিসের পর জোয়েলের হেড অসাধারণভাবে সেভ করে মোহামেডানের কিপার মামুন খানএ ছাড়া ৭৬, ৮০, ৮৫ ও ৯১ মিনিটের আক্রমণগুলো খেলার ফলাফল পাল্টে দেয়ার জন্য যথেষ্ট ছিল৭৬ মিনিটে তো খালেদের প্লেসিং শটে আগুয়ান কিপার পরাস্ত হলে বাইবেক কিয়ার ধরে নিশ্চিত ড্রয়ের হাত থেকে বাঁচান সাইফুল বারি টিটুর দলকে

 

আজ থেকে ৮ মার্চ পর্যন্ত খেলা বন্ধ থাকবে এএফসি চ্যালেঞ্জ কাপেরবাংলাদেশ জাতীয় দল অংশ নেয়ার জন্য

 

নিউজরুম

 

শেয়ার করুন