পিরোজপুর: পিরোজপুরে বাসউল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন।
বুধবার সকাল ৮টার দিকে ৭ পুলিশ সদস্য একটি বাসে করে ১৩ আসামিকে নিয়ে পিরোজপুর থেকে মঠবাড়িয়া যাচ্ছিলেন। ভাইজোড়া নামক স্থানে বাস উল্টে ঘটনাস্থলেই মোস্তফা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হন।
আহত হয়েছেন আরও ৬ পুলিশ সদস্য। আসামিদের মধ্যে ১২ জন আহত হয়েছেন। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়ায় কালভার্ট পার হয়ে মোড় নেওয়ার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। এ সময় গাছ ও গোয়াল ঘরের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
ফেব্রুয়ারি ২০, ২০১৩