বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২০ ফেব্রুয়ারী): Èমায়ের ভাষায় আশার ঠিকানা‘ নামে নতুন আঙ্গিকে চালু হয়েছে ঢাকার অ্যাপোলো হাসপাতালের ওয়েবসাইট (www.apollodhaka.com)। এখন থেকে এ হাসপাতালটির ওয়েবসাইটে ইংরেজির পাশাপাশি বাংলায় সব ধরনের তথ্য ও চিকিৎসার খঁোজখবর জানা যাবে।গতকাল মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতাল মিলনায়তনে নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক মঞ্জুর ই মওলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, অ্যাপোলো হাসপাতাল ঢাকার ব্যবসা উন্নয়ন মহাব্যবস্থাপক শাগুফা আনোয়ার, স্টর্্যাটেজি এক্সকিউশনের পরিচালক রঞ্জন ডি সিলভা ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক সারাথ এন জয়া সিংহেসহ অনেকে।সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, Èএখন যোগাযোগ বা জানার সবচেয়ে বড় মাধ্যম ইন্টারনেট। আর আমাদের মাতৃভাষা বাংলা হওয়ায় চিকিৎসাসেবার তথ্য ইংরেজির পাশাপাশি বাংলাতে দেওয়া গেলে সাধারণ মানুষের সেবা পাওয়া আরও সহজ ও দ্রুততর হবে।‘ বাংলায় তথ্যসেবা দেওয়া প্রসঙ্গে শাগুফা আনোয়ার বলেন, Èসব ধরনের প্রচার-প্রচারণায় অ্যাপোলো হাসপাতাল ইংরেজি ও বাংলা দুটো ভাষাকেই ব্যবহার করে। আশা রাখছি, ওয়েবসাইটে বাংলা ভাষা সংযোজনের মাধ্যমে প্রানি্ত ও সাধারণ চিকিৎসাপ্রার্থীদের চিকিৎসা পাওয়া আরও নিশ্চিত হবে।‘
ওয়েবসাইটটির বাংলা মাধ্যমে হাসপাতালটির চিকিৎসা পদ্ধতি, খরচ, মাস্টার হেলথ ক্লিনিক চেকআপ, অ্যাপয়েন্টমেন্ট, রিপোর্ট ডেলিভারিসহ সব ধরনের তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ঢাকার বাইরের রোগীদের জন্য বিভিন্ন সময় অনুষ্ঠিত হেলথ ক্লিনিকের যাবতীয় তথ্য মিলবে ওয়েবসাইটটির আপকামিং বারে। ∏জিয়াউর রহমান চেৌধুরী
নিউজরুম