অ্যাপোলো হাসপাতালের ওয়েবসাইট বাংলায়

0
236
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২০ ফেব্রুয়ারী): Èমায়ের ভাষায় আশার ঠিকানানামে নতুন আঙ্গিকে চালু হয়েছে ঢাকার অ্যাপোলো হাসপাতালের ওয়েবসাইট (www.apollodhaka.com)এখন থেকে এ হাসপাতালটির ওয়েবসাইটে ইংরেজির পাশাপাশি বাংলায় সব ধরনের তথ্য ও চিকিসার খঁোজখবর জানা যাবেগতকাল মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতাল মিলনায়তনে নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক মঞ্জুর ই মওলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, অ্যাপোলো হাসপাতাল ঢাকার ব্যবসা উন্নয়ন মহাব্যবস্থাপক শাগুফা আনোয়ার, স্টর্্যাটেজি এক্সকিউশনের পরিচালক রঞ্জন ডি সিলভা ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক সারাথ এন জয়া সিংহেসহ অনেকেসৈয়দ মনজুরুল ইসলাম বলেন, Èএখন যোগাযোগ বা জানার সবচেয়ে বড় মাধ্যম ইন্টারনেটআর আমাদের মাতৃভাষা বাংলা হওয়ায় চিকিসাসেবার তথ্য ইংরেজির পাশাপাশি বাংলাতে দেওয়া গেলে সাধারণ মানুষের সেবা পাওয়া আরও সহজ ও দ্রুততর হবেবাংলায় তথ্যসেবা দেওয়া প্রসঙ্গে শাগুফা আনোয়ার বলেন, Èসব ধরনের প্রচার-প্রচারণায় অ্যাপোলো হাসপাতাল ইংরেজি ও বাংলা দুটো ভাষাকেই ব্যবহার করেআশা রাখছি, ওয়েবসাইটে বাংলা ভাষা সংযোজনের মাধ্যমে প্রানি্ত ও সাধারণ চিকিসাপ্রার্থীদের চিকিসা পাওয়া আরও নিশ্চিত হবে
ওয়েবসাইটটির বাংলা মাধ্যমে হাসপাতালটির চিকিসা পদ্ধতি, খরচ, মাস্টার হেলথ ক্লিনিক চেকআপ, অ্যাপয়েন্টমেন্ট, রিপোর্ট ডেলিভারিসহ সব ধরনের তথ্য পাওয়া যাবেএ ছাড়া ঢাকার বাইরের রোগীদের জন্য বিভিন্ন সময় অনুষ্ঠিত হেলথ ক্লিনিকের যাবতীয় তথ্য মিলবে ওয়েবসাইটটির আপকামিং বারেজিয়াউর রহমান চেৌধুরী

 

নিউজরুম

 

শেয়ার করুন