এই মুহূর্তে বার্সাকে রুখতে চায় মিলা

0
164
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(২০ ফেব্রুয়ারী): এই মুহূর্তে নিউইয়র্কের হাসপাতালে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছেন টিটো ভিলানোভাআজই আবার তঁার দল বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে এসি মিলানের মুখোমুখিভিলানোভা দলের সঙ্গে নেই, আবার এক অর্থে আছেনওসহকারী জর্ডি রেৌরার সঙ্গে যোগাযোগটাও আছে নিয়মিতইআজ মেসিরা নিশ্চয় চাইবেন আরোগ্যের পথে থাকা কোচকে দুর্দান্ত একটা উপহার দিতে
ইউরোপে একসময় সব দলই চাইত এসি মিলানকে এড়িয়ে যেতেসাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের এখন কেবল সোনালি দিনগুলোর স্মৃতি রোমন্থন করেই হাপিত্যেশ করতে হয়সর্বশেষ ২০০৬-০৭ এই ট্রফিতে চুমু খেতে পেরেছিল মিলানতাদের সুদিন যেখানে শেষ, সেখান থেকেই যেন শুরু বার্সা-রাজগত চারবারের আসরে দুবারই জয়ী কাতালান ক্লাবটিতার ওপর এই মেৌসুমে তো আছে দুরন্ত ফর্মেইআজ খেলাটা মিলানের ঘরের মাঠে হলেও ফেবারিট বার্সাইইউরোপীয় প্রতিযোগিতার কুলীন আসরে গতবারও দুবার মুখোমুখি হয়েছিল দুই দলগ্রুপ পর্বের পর শেষ আটের লড়াইয়েও হয় একই পরিণতিদুবারই একটি করে ম্যাচ ড্র হয়েছিলবার্সা জিতেছিল একটি করেবার্সার সঙ্গে মিলানের সর্বশেষ জয়টাও এখন ফিকে হয়ে যাওয়া স্মৃতি, সেই ২০০৪-এ সান সিরোতে ১-০ গোলে জিতেছিল মিলান
তার ওপর এই মেৌসুমে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে শুরুই করেছিল মিলানইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভাদের বেচে দেওয়ার পর হয়ে পড়েছিল নখদন্তহীনসেখান থেকে ঘুরে দঁাড়িয়ে এখন ইতালিয়ান লিগের মিলান পয়েন্ট তালিকার তিনেজানুয়ারিতে মারিও বালোতেলি্ল আসার পর সময়টাও দারুণ কাটছে কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিরটানা সাত ম্যাচে হারেনি দল, বালোতেলি্লও প্রথম তিন ম্যাচে করেছেন চার গোলদুশ্চিন্তা একটাই, চ্যাম্পিয়নস লিগে Èসুপার মারিওকে পাচ্ছেন না মিলান কোচম্যানচেস্টার সিটির হয়ে এর আগে এই প্রতিযোগিতায় মাঠে নেমেছিলেনউয়েফার নিয়ম অনুযায়ী এই মেৌসুমেই তাই চ্যাম্পিয়নস লিগে খেলা হচ্ছে না তঁার
স্প্যানিশ লিগে গ্রানাডার বিপক্ষে ২-১ গোলের জয়ে বার্সা এ ম্যাচের জন্য যতটা না প্রস্তুতি নিয়ে রেখেছে, তার চেয়েও বেশি শান দিয়েছেন লিওনেল মেসিগত ম্যাচে জোড়া গোল করেছেনসাম্প্রতিক ইতিহাস তো বার্সার পক্ষেইবার্সা উইঙ্গার পেদ্রোও জয়টাকেই করছেন পাখির চোখ, Èআমরা সেখানে জেতার জন্যই যাচ্ছিতবে মিলানকে হালকাভাবে নেওয়ার ভুল করছেন না, Èমিলান আমাদের জন্য কঠিন প্রতিপক্ষতাদের অনেক ট্রফি আছে, আছে সমৃদ্ধ একটা ইতিহাসবরাবরের মতোই তারা আমাদের কঠিন পরীক্ষা নেবেহ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দুই ম্যাচ পর আবার দলে ফিরেছেন মিডফিল্ডার জাভি
দিনের আরেক ম্যাচে শালকের মুখোমুখি গ্যালাতাসারাইতুর্কি ক্লাবের জন্য প্রেরণা হতে পারেন দলে আসা দিদিয়ের দ্রগবাগতবার চেলসির চ্যাম্পিয়নস লিগ রূপকথার অন্যতম রূপকার তো ছিলেন আইভরি কোস্টের এই স্ট্রাইকারই! রয়টার্স, এএফপি

ইউরোপীয় টুর্নামেন্টে মুখোমুখি
বার্সেলোনা মিলান
১৫ ম্যাচ ১৫
জয়
ড্র
হার
২২/১৯ গোল ১৯/২২
৫-১ বড় জয় ৪-০

 n সিরি Èতে গত সাত ম্যাচে অপরাজিত মিলান, সান সিরোতে গত ছয়টি ম্যাচের জিতেছে সব কটিতেই
n চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে তো বটেই, ঘরের বাইরেও দুরন্ত বার্সেলোনাগত ১১টি Èঅ্যাওয়েম্যাচের জিতেছে ৮টিতেই
n আজ গোল করলে লিওনেল মেসি ছাড়িয়ে যাবেন চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রুড ফন নিস্টলরয়কে (৫৬টি)সামনে শুধু রাউল (৭১টি)

 

 

 

নিউজরুম

 

 

 

শেয়ার করুন