অনলাইনে মহানবীকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপির নিন্দা

0
122
Print Friendly, PDF & Email

ঢাকা: সম্প্রতি অনলাইন ব্লগিং ও সামাজিক ওয়েবসাইটে আল্লাহ, রাসূল (স) ও ইসলাম ধর্ম সম্পর্কে অমর্যাদাকর মন্তব্য করে কতিপয় ব্লগার দেশের সংস্কৃতি, ঐতিহ্য, বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধে যে আঘাত হেনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে।

মঙ্গলবার রাতে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনলাইন ব্লগিং ও সামাজিক ওয়েবসাইটে আল্লাহ, রাসূল (স) ও ইসলাম ধর্ম সম্পর্কে যে অমর্যাদাকর মন্তব্য করা হয়েছে তা হীন উদ্দেশ্যপ্রণোদিত ও গভীর ষড়যন্ত্রের অংশ।

কতিপয় অনলাইন ব্লগার মহান আল্লাহ রাব্বুল আলামীন, শেষ নবী হজরত মোহাম্মদ (স:), তার পরিবার ও সাহাবীবৃন্দ ও ইসলাম ধর্ম সম্পর্কে যে কদর্য, অশ্লীল, কুরুচিপূর্ণ স্ট্যাটাস ও মন্তব্য করে ইন্টারনেটে পোস্ট করেছে তা কেবল উন্মার্গগামী ও বিকৃত মানসিকতার ব্যক্তিদের পক্ষেই সম্ভব।

এদেশে ধর্ম-সাধনা আবহমান সমাজে একটি বিশেষ গুরুত্ব বহন করছে। প্রত্যেক ধর্ম সম্প্রদায় সৃষ্টিকর্তা ও সৃষ্টিকর্তার বাণী বাহকদের প্রতি এক বিশুদ্ধ ভালোবাসা ও গভীর আবেগ দ্বারা সম্পর্কযুক্ত থাকে। সেই নিবিড় আবেগকে আঘাত করলে জনগোষ্ঠীর মধ্যে প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ট মানুষ মুসলমান। আল্লাহ ও তার প্রেরিত শেষ নবীর প্রতি রয়েছে অতুলনীয়, অপরিসীম শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। বাংলাদেশের মানুষ কখনোই আল্লাহ ও রাসূলের মর্যাদা ও পবিত্রতাকে অবমাননা করা মেনে নেয় না। আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস এদেশের মাটির গভীরে প্রোথিত। কোনো ব্যক্তি বা গ্রুপ সেই বিশ্বাসকে হেয় করলে দেশের ধর্মীয় মূল্যবোধকেই চরম অসম্মান ও ‍আঘাত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামান্য সমালোচনা, বিরোধী মত বা কোনো ধরনের মুক্ত চিন্তাকে বর্তমান সরকার বরদাস্ত করে না। সরকারের নির্দেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা (বিটিআরসি) এরই মধ্যে ইউটিউবসহ অনেকগুলো ব্লগ ও পেইজ বন্ধ করে রেখেছে। অথচ ইসলামের বিরুদ্ধে কুৎসা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অব্যাহত থাকছে। সরকারের প্রচ্ছন্ন মদদ না থাকলে কতিপয় অনলাইন ব্লগার ইসলামবিরোধী মন্তব্য প্রচার করতে পারতো না।

বিজ্ঞপ্তিতে আল্লাহ, মহানবী (স:), তার সাহাবীবৃন্দ ও ইসলাম ধর্ম সম্পর্কে অনলাইন ব্লগ ও সামাজিক ওয়েবসাইটে কতিপয় ব্লগারদের করা অরুচিকর, কুৎসিত ও অসভ্য মন্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানানো হয়।

ফেব্রুয়ারি ২০, ২০১৩

শেয়ার করুন