বিনোদন ডেস্ক(২০ ফেব্রুয়ারী):রূপকথার গল্পেই বুঝি এমন হয়। আফগানিস্তানের কাবুল শহরের একটি রাস্তা চিকেনস্ট্রিটে মানচিত্র বিক্রি করত ফাওয়াদ মোহাম্মদ। হঠাৎ একদিন তার দেখা হয়মার্কিন পরিচালক স্যাম ফ্রেঞ্চের সঙ্গে। বছর দুই আগে বুজকাশি বয়েজ নামেরএকটি চলচ্চিত্র তৈরি করেন স্যাম। সেখানকার দুই প্রধান চরিত্রের একজন হলোফাওয়াদ। ২৪ ফেব্রুয়ারি বসছে অস্কারের আসর। সেখানে বেস্ট লাইভ অ্যাকশনশর্টফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে বুজকাশি বয়েজ। আর সেই সুবাদেলালগালিচায় অংশ নিতে লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমিয়েছে ফাওয়াদ।যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এএফপিকে সে বলল, Èস্বপ্নেও ভাবিনি এমন সুযোগপাব! এখনো বিশ্বাস করতে পারছি না।‘ এএফপি।
নিউজরুম