বাবা গোলাম মুস্তাফার মৃতু্যবার্ষিকী

0
134
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(২০ ফেব্রুয়ারী): সুবর্ণা মুস্তাফা, আজ আপনার বাবা গোলাম মুস্তাফার মৃতু্যবার্ষিকীদেখতে দেখতে ১০টি বছর হয়ে গেলবোবা (সুবর্ণা বাবাকে এই নামেই ডাকেন) নেইবোবাকে তো সারা বছরই মিস করিতবে এই দিনটি এলে একটু বেশি মনে পড়েআজ বোবাকে আলাদা করে শ্রদ্ধা জানাবআজ কী করবেন?
সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যাববোবার কবরের সামনে কিছুক্ষণ থাকবএতিমখানায় কিছু টাকা দিইতাদের যা প্রয়োজন, এই টাকা সেই খাতেই ব্যয় করা হয়মসজিদে মিলাদ হয়বিকেলে যাব শাহবাগে প্রজন্ম চত্বরেগোলাম মুস্তাফার মৃতু্যবার্ষিকীতে মুক্তিযুদ্ধ জাদুঘরেও অনুষ্ঠান হয়হঁ্যা, প্রতিবছর এই অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদএবার অনুষ্ঠানটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রেআজ তো ফয়েজ আহ&মদেরও মৃতু্যবার্ষিকীএই অনুষ্ঠানে তঁাকেও স্মরণ করা হবেবোবাকে স্মরণ করব আমিফয়েজ আহ&মদকে নিয়ে বলবেন আসাদুজ্জামান নূরসঙ্গে অন্যরা আবৃত্তি করবেনঅনুষ্ঠান শুরু হবে বিকেল পঁাচটায়শাহবাগ প্রজন্ম চত্বরে কেন যেতে চাইছেন?
বোবার কথা মনে করেএই কয়টা দিন বোবাকে খুব মনে পড়ছেআজ যদি বোবা থাকতেন, তিনি শাহবাগে প্রজন্ম চত্বরে গিয়ে এই তরুণদের মাঝে বসে থাকতেনতঁাদের সঙ্গে একাত্মতা জানাতেনআমি বিশ্বাস করি, তিনি হয়তো এখানেই আছেনসব সময় বোবার উপস্থিতিটা অনুভব করিমাছারাঙা টিভি গোলাম মুস্তাফাকে নিয়ে একটি অনুষ্ঠান করছেঅনুষ্ঠানটির নাম Èআমার বাবাকিছুক্ষণ আগে অনুষ্ঠানটির রেকর্ডিং হয়েছেকী থাকছে এই অনুষ্ঠানে?
বোবাকে নিয়েই কথা বলেছিবোবার সঙ্গে আমার স্মৃতি, তঁার কাজ, তঁার জীবনশুনেছি, এই অনুষ্ঠানে বোবার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর কথাও নাকি থাকবে

 

নিউজরুম

 

শেয়ার করুন