বিনোদন ডেস্ক(২০ ফেব্রুয়ারী): সুবর্ণা মুস্তাফা, আজ আপনার বাবা গোলাম মুস্তাফার মৃতু্যবার্ষিকী।দেখতে দেখতে ১০টি বছর হয়ে গেল। বোবা (সুবর্ণা বাবাকে এই নামেই ডাকেন) নেই।বোবাকে তো সারা বছরই মিস করি। তবে এই দিনটি এলে একটু বেশি মনে পড়ে। আজ বোবাকে আলাদা করে শ্রদ্ধা জানাব।আজ কী করবেন?
সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যাব। বোবার কবরের সামনে কিছুক্ষণ থাকব। এতিমখানায় কিছু টাকা দিই। তাদের যা প্রয়োজন, এই টাকা সেই খাতেই ব্যয় করা হয়। মসজিদে মিলাদ হয়। বিকেলে যাব শাহবাগে প্রজন্ম চত্বরে।গোলাম মুস্তাফার মৃতু্যবার্ষিকীতে মুক্তিযুদ্ধ জাদুঘরেও অনুষ্ঠান হয়।হঁ্যা, প্রতিবছর এই অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। এবার অনুষ্ঠানটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে।আজ তো ফয়েজ আহ&মদেরও মৃতু্যবার্ষিকী। এই অনুষ্ঠানে তঁাকেও স্মরণ করা হবে। বোবাকে স্মরণ করব আমি। ফয়েজ আহ&মদকে নিয়ে বলবেন আসাদুজ্জামান নূর। সঙ্গে অন্যরা আবৃত্তি করবেন। অনুষ্ঠান শুরু হবে বিকেল পঁাচটায়।শাহবাগ প্রজন্ম চত্বরে কেন যেতে চাইছেন?
বোবার কথা মনে করে। এই কয়টা দিন বোবাকে খুব মনে পড়ছে। আজ যদি বোবা থাকতেন, তিনি শাহবাগে প্রজন্ম চত্বরে গিয়ে এই তরুণদের মাঝে বসে থাকতেন।তঁাদের সঙ্গে একাত্মতা জানাতেন। আমি বিশ্বাস করি, তিনি হয়তো এখানেই আছেন।সব সময় বোবার উপস্থিতিটা অনুভব করি।মাছারাঙা টিভি গোলাম মুস্তাফাকে নিয়ে একটি অনুষ্ঠান করছে।অনুষ্ঠানটির নাম Èআমার বাবা‘। কিছুক্ষণ আগে অনুষ্ঠানটির রেকর্ডিং হয়েছে।কী থাকছে এই অনুষ্ঠানে?
বোবাকে নিয়েই কথা বলেছি।বোবার সঙ্গে আমার স্মৃতি, তঁার কাজ, তঁার জীবন।শুনেছি, এই অনুষ্ঠানে বোবার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর কথাও নাকি থাকবে।
নিউজরুম