আগামীকাল রাজশাহী সকাল-সন্ধা হরতাল ডেকেছে জামায়াত

0
134
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট(১৯ ফেব্রুয়ারী):আগামীকালরাজশাহী বিভাগের সব জেলায় সকাল-সন্ধা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামীবাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহনগরী আমীর আতাউর রহমানকে গ্রেপ্তারেরপ্রতিবাদে এ হরতাল আহবান করে জামায়াতরাজশাহী মহানগর জামায়াতের সহকারীসেক্রেটারি মো. জাহাঙ্গীর একথা সাংবাদিকদের জানানআজ বিকেলেরাজধানীর কল্যানপুর থেকে আতাউর রহমানকে বিস্ফোরক সহ গ্রেপ্তার করা হয়জানাগেছে ট্রেন যোগে আতাউর রহমান ঢাকায় রওনা হন কিন্তু অজ্ঞাত কারনে তিনিট্রেন থেকে নেমে বাকি পথ বাসে এসে কল্যানপুরে নামলে পুলিশ তাকে গ্রেপ্তারকরের‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান সোমবার রাজশাহীতে আওয়ামীলীগ কার্যালয়ে হামলার ঘটনায় আতাউর রহমান জড়িত ছিলেনগতকাল রাজশাহীবিশ্ববিদ্যালয় এলাকার বিনোদপুর বাজার সংলগ্ন  আওয়ামীলীগের কার্যালয়ে হামলাও অগ্নিসংযোগ করেছে জামায়াত শিবির কর্মীরাএ ঘটনায় আওয়ামীলীগের ৩০নংওয়ার্ডের সাধারণ সম্পদক সহ ৩ জন গুলিবিদ্ধ হন

 

শেয়ার করুন