ডেস্ক রিপোর্ট(১৯ ফেব্রুয়ারী):বায়তুলমোকাররমে বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরসাথে সং ঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। ব্লগাররাজিবের লেখা কে কুরুচিপুর্ন ও ইসলাম বিদ্বেষী দাবি করে বিকেল ৫ টার দিকেবাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।
এসময় খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হলেপুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভংগ করে দেয়। এ ঘটনাস্থল থেকে ৭জন কে আটক্করা হয়েছে। আটক কৃতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরাহলেন- বাংলাদেশ খেলাফত মজলিশ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন ওযুগ্ম সম্পাদক মঃ ম্মোমিন। উভয় সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী মসজিদের ভিতরঅবস্থান করছিলেন। এ সময় মতিঝিল, পল্টন এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।সংঘর্ষেরআশঙ্কায় সেখানে বিপুল সংখক র্যাব পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে একবিবৃতিতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আগামী শুক্রবার নাস্তিক লেখকদেরবিরুদ্ধে পলটনে সমাবেশের ঘোষণা দেয়া হয়। এ সময় ইসলামী আন্দোলনেরপ্রেসিডিয়াম সদস্য মাওলানা ফজলুল হক বলেন সরকার যদি শুক্রবারের সমাবেশেবাধা দেয় তাহলে কঠোর কর্মসুচী সহ আগামী ২৫ তারিখ মহাসমাবেশ করে নাস্তিকমুর্তাদ দের প্রতি রুখে দাড়াতে বাধ্য হবে।