আমার দেশ-নয়াদিগন্ত, সংগ্রাম ও ইনকিলাবের বিরুদ্ধে হানিফের হুসিয়ারী

0
136
Print Friendly, PDF & Email

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ দৈনিক আমার দেশ, নয়াদিগন্ত, দিগন্ত টেলিভিশন, দৈনিক সংগ্রাম ও দৈনিক ইনকিলাব এবং কয়েকজন লেখককে উদ্দেশ্য করে বলেছেন, “অনতিবিলম্বে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক লেখা বন্ধ করুন। তা না হলে আপনাদের মিডিয়া বন্ধ করে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা ও ফাঁসির দাবিতে ১৪ দল আয়োজিত সমাবেশে এ কথা বলেন হানিফ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়ে এখনও চলছে। বেলা ২টার আগে থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন।

হানিফ অভিযোগ করে বলেন, ‘‘রাষ্ট্রবিরোধী এবং সাম্প্রদায়িক ও উস্কানিমূলক সংবাদ-প্রতিবেদন প্রকাশ ও প্রচার করছে এসব মিডিয়া। আর লেখালেখি করছেন কিছু লেখক। তারা তা বন্ধ না করলে জনগণই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এসব মিডিয়া বন্ধ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।”
 
হানিফ আরও বলেন, “ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিয়ে কিছু ব্যক্তি দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চান। তাদের বিষয়ে সচেতন থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি। যারা অ্যাম্বুলেন্সের ওপর হামলা করে, মানুষ মারে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।”

জামায়াতকে  হায়েনার দল উল্লেখ করে জামায়াতের উদ্দেশ্যে হানিফ আরও বলেন, “আপনারা আবারও প্রমাণ করেছেন, ৭১-এ আপনাদের চরিত্র কেমন ছিল। মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন। না হলে জনগণ আপনাদের গণধোলাই দেবে।”

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম গেটে ট্রাকের ওপরে অস্থায়ীভাবে মঞ্চ নির্মাণ করে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি ও আমির হোসেন আমু এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

 ফেব্রুয়ারি ১৯, ২০১৩

শেয়ার করুন