শাহবাগের আন্দোলনে খালেদার সমর্থন রয়েছে: ফারুক

0
120
Print Friendly, PDF & Email

ঢাকা: শাহবাগে যে দাবিতে আন্দোলন চলছে, তাতে খালেদা জিয়ার সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিপ হুইপ জয়নুল আবদীন ফারুক এমপি।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মদ পিন্টুর মুক্তির দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শাহবাগের তরুণদের সমর্থন জানিয়ে ফারুক বলেন, “আপনারা যে দাবিতে আন্দোলন করছেন, তাতে খালেদা জিয়ার সমর্থন রয়েছে। আপনারা সঠিক যুদ্ধাপরাধীদের বিচার চান, আমরাও চাই। তবে আপনারা কোনো ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দেবেন না। কোনো দলের ব্যানারে যাবেন না। শাহবাগের আন্দোলনকে কোনো কোনো দল তাদের ব্যানারে নিতে চাইছে। তাইতো খালেদা জিয়া শাহবাগের আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আম আর বামদের বিরুদ্ধে সতর্ক থাকুন’।”

জাতীয়তাবাদী নাগরিক মঞ্চ এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে ফারুক আরও বলেন,“তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে। সিরাজ শিকদারসহ ৪০ হাজার মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচার চান। আমরা আপনাদের পাশে থাকবো।”

মাহমুদুর রহমান, আসিফ নজরুল, পিয়াস করিমের মতো সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে তরুণদের একটি গোষ্ঠী বিষোদগার করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ফারুক।

তত্ত্বাবধায়ক সরকার সম্পকে তিনি বলেন, “আজ তত্ত্বাবধায়ক সরকার, আইন-শৃঙ্খলা নির্বাসনে। সরকার তাদের দুর্নীতি ঢাকতে সব নির্বাসনে পাঠিয়েছে।”

সরকারকে হুঁশিয়ার করে ফারুক বলেন, “কতো হত্যা করেছেন, কতো দুর্নীতি করেছেন, বিএনপির কতো নেতাকর্মীকে গুম করেছেন, তা ডায়েরিতে লিখে রাখুন। সময় মতো বিচার করা হবে।”

জামায়াত সম্পর্কে ফারুক বলেন, “যে তত্ত্বাবধায়কের জন্য শেখ হাসিনা গোলাম আযমের সঙ্গে নিয়ে আন্দোলন করেছেন, সে জামায়াতকেই আজ তাদের ভালো লাগছে না। এটাই আপনাদের চরিত্র।”

জাতীয় সংসদ সম্পর্কে তিনি বলেন, “সংসদের চলতি অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে দেশকে, দেশের মানুষকে বাঁচান। তা না হলে পালিয়ে যেতেও সময় পাবেন না।”

পিন্টু সম্পর্কে ফারুক বলেন, “নাসির উদ্দিন পিন্টু একজন নির্ভীক রাজনীতিবিদ। পিন্টু নাকি নৌকা দিয়ে পিলখানার জওয়ানদের পার করে দিয়েছেন। নৌকার মাঝি আপনারা, তাহলে পিন্টু কিভাবে জওয়ানদের পার করে দেবেন?”

নানক, সাহারাদের জিজ্ঞাসা করলে এ রহস্য উন্মোচিত হবে বলেও তিনি দাবি করেন।

নাগরিক মঞ্চের সভাপতি শহীদুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, মহিলা এমপি রাশেদা বেগম হীরা, আবু নাছের মো. রহমত উল্যাহ প্রমুখ।

 ফেব্রুয়ারি ১৯, ২০১৩

শেয়ার করুন