পিপলু রহমান নাটোর: মঙ্গলবার নাটোর পানি উন্নয়ন বোর্ড শহরের বড়গাছা এলাকার পানাউল্লাহ খালের তীর ঘেঁষে গড়ে ওঠা বাড়ি-ঘর উচ্ছেদ করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এই অভিযানকালে খালের পশ্চিম তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় ক্ষতিগ্রস্থরা পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও করে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামানের নেতৃত্বে পানাউল্লাহ খালের দু’ধারে অবৈধভাবে গড়ে ওঠা চলনবিল বস্তির ২০টি বাড়ি-ঘর উচ্ছেদ করা হয়। কিন্তু নদীর পশ্চিম তীরে প্রভাবশালীদের গড়ে তোলা বেশ কিছু বাড়ি উচ্ছেদ না করায় ক্ষতিগ্রস্তরা পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে ।
এই উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল। নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, নদী দু’ধারেই উচ্ছেদ অভিযান চালানো হবে। তবে পশ্চিম তীরের অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে কেন উচ্ছেদ করা হয়নি সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
১৯ ফেব্রুয়ারি 2013