ঢাকা: কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে সরকার আপিল করবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিচারপতিদের পে-কমিশনের বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে যদি অভিযোগ তোলা হয় তাহলে কী শাস্তি হবে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম বলেন, “দল হিসেবে যদি অভিযুক্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এমন কী নিষিদ্ধও করা যেতে পারে।”
ফেব্রুয়ারি ১৯, ২০১৩