বিনোদন ডেস্ক(১৯ ফেব্রুয়ারী): বিনোদন ডেস্ক।। আমার মুখটাই এখন বড় পর্দায় ভয়ের বিকল্প হয়ে গেছে। পর্দায় আমার মুখ মানেই আতঙ্ক। দর্শক ধরেই নেবে যে এবার বেশ ভয় ভয় একটা কিছু ঘটতে চলেছে। আসলে বেশ কয়েকটা হরর ছবিতে অভিনয় করে ফেলেছি, এই এমন একটা প্রতীক হয়ে গেছি। ব্যক্তিগতভাবে আমার অবশ্য ‘ভয়-প্রতীক হতে কোনও আপত্তি নেই।
এমনিতে হরর ছবি আমার বেশ ভাল লাগে। আর গল্পের টান যদি থাকে, তাহলে কাজ করতে আপত্তি কিসের?’ এমনটাই বললেন বিপাশা বসু।
সুদেহী বিপাশা না না করেও বেশ কয়েকটা হরর ছবিতে অভিনয় করে ফেলেছেন। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী বিশেষ ভাট-এর ‘রাজ’, ‘রাজ-৩’, রামগোপাল ভার্মার ‘ডরনা জরুরি হ্যায়’, মহেশ মঞ্জরেকারের ‘রখ্ত’ প্রভৃতি ছবি রয়েছে তার ঝুলিতে। এবার তাকে দেখা যাবে নতুন হরর ছবি ‘আত্মা’তে। বিপাশার আগামী ছবি ‘আত্মা’ মুক্তি পাবে আসছে মার্চ মাসের চতুর্থ শুক্রবার। ছবিটি পরিচালনা করেছেন সুপর্ন ভার্মা।
বিপাশা আরও বলেন, বলিউডে হরর ছবি এখনও প্রাথমিক স্টেজে রয়েছে। হরর নিয়ে অনেক ইন্টারেস্টিং ছবি করা যেতে পারে। আর হরর ভালবাসি বলেই হয়ত আমার কাছেই এসব অফার ঘনঘন আসে। এপর্যন্ত এজাতীয় যেসব ছবিগুলোতে কাজ করেছি, সব ক’টাতেই আমার রোলটা ছিল অন্যরকম। এইসব রোলে কাজ করে মজাও পেয়েছি’।
নিউজরুম