খাদ্য নিরাপত্তা নিয়ে ক্ষোভ মানবাধিকার কমিশনের

0
181
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনীতিডেস্ক(১৯ ফেব্রুয়ারী): জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেনতিনি বলেন, ‘যারা এক বেলা খাবার খেতে পাই না, তাদের রেশন দেয়া হয় নাযে মাথায় তেল আছে, সেখানেই আমরা আরও তেল দিতে অভ্যস্ত হয়ে গেছিমঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্যের অধিকার ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিশীর্ষক এক আলোচনা সভায় মিজানুর রহমান এসব কথা বলেনজাতীয় মানবাধিকার কমিশন, গভার্নেন্স কোয়ালিশন ও অক্সফ্যাম এই আলোচনা সভার যৌথ আয়োজকতে অংশ নিয়ে সভাপতির বক্তব্যে মিজানুর রহমান আরও বলেন, ‘আমাদের দেশে সেনা বাহিনী, পুলিশ সদস্যদের রেশন দেয়া হয়অথচ লাখ লাখ অভুক্ত দরিদ্র জনগোষ্ঠীর কোনো খোঁজ সরকার নেয় না
তিনি এই সংস্কৃতি থেকে বের না হলে প্রকৃত অর্থে খাদ্য নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন
আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন গভার্নেন্স কোয়ালিশনের সমন্বয়কারী মহসিন আলীআর স্বাগত বক্তব্য দেন অক্সফ্যামের কান্ট্রি ডিরেক্টর গ্যারেথ প্রাইস জোনসছাড়া আলোচক হিসেবে বিএনপি নেতা ও অল পার্টি পার্লামেন্টারি ককাস অন ফুড সিকিউরিটির সভাপতি মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ

 

 

 

নিউজরুম্

 

শেয়ার করুন