দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেইনি: প্রধানমন্ত্রী

0
188
Print Friendly, PDF & Email

মিরপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা অনিয়ম দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেই নি। সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠা করেছি।  
 
মঙ্গলবার মিরপুর ক্যান্টনমেন্টে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০১২-১৩ কোর্সের গ্রাজুয়েশন সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ। বিশ্ব শান্তি রক্ষা ও সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। আর সে আদর্শকে সামনে রেখে আমাদের সশস্ত্র বাহিনীকে সামনে এগিয়ে যেতে হবে।’’
 
তিনি বলেন, ‘‘জাতির পিতা একটি সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় উচ্চতর প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এ কলেজ প্রতিষ্ঠা লাভ করে। আজ স্টাফ কলেজ আন্তর্জাতিক পরিমণ্ডলে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। এজন্য আমরা গর্ব অনুভব করি।’’
 
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ১৭৪ জন কর্মকর্তাকে সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৩০ জন কর্মকর্তা রয়েছেন।
 
ফেব্রুয়ারি ১৯, ২০১৩

শেয়ার করুন