টেকনাফে আট হাজার পিস ইয়াবা উদ্ধার

0
281
Print Friendly, PDF & Email

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের মৌলভী পাড়া এলাকা থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভী পাড়া এলাকায় জরিনা নামে এক নারীর বাড়িতে এ অভিযান চালানো হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক নারী ও তিন পুরুষ পালিয়ে যায়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০০৫ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।

এ ব্যাপারে ৪ জনকে পলাতক আসামি করে টেকনাফ থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 ফেব্রুয়ারি ১৯, ২০১৩

শেয়ার করুন