শিক্ষা ও শাকিরা

0
156
Print Friendly, PDF & Email

১৯ ফেব্রুয়ারি, ২০১৩: পপ গায়িকা শাকিরাসঙ্গীতের পাশাপাশি করেন নাচের উপস্থাপনাওকরেন সমাজসেবামূলক কাজওবেশি গুরুত্ব দিয়েছেন সুশিক্ষাকেনানামুখী গুণের কারণে তার খ্যাতি এখন সার বিশ্বেবিশ্বখ্যাত এ গায়িকার জন্ম ১৯৭৭ সালের ২ ফেব্রুয়ারি কলম্বিয়ায়শাকিরা বলেন, আমার যখন প্রায় ১৫ বছর বয়স, তখন স্কুলের পড়াশোনা শেষ করে একটি কোর্স করি ইতিহাসের ওপর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে  পরে আর কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা (অ্যাকাডেমিক) গ্রহণের সুযোগ হয়নিতবে প্রায় ৩৬ বছরবয়সী এ নারী চান, সারা বিশ্ব থেকে দূর হোক ুধা, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা ইত্যাদিআর এ জন্য প্রকৃত শিক্ষা গ্রহণের কোনো বিকল্প নেই

 

শাকিরা আরো বলেন, আমার বয়স যখন প্রায় ১৮ বছর, তখন আমি একটি ফাউন্ডেশন গড়ে তুলি কলাম্বিয়ায়নাম বেয়ারফুটবা খালিপায়েএখানে কাজ করেন আরো অনেকেআমরা সেখানে কাজ করে যাচ্ছি প্রায় ১৫ বছর ধরেআমরা বেশি গুরুত্ব দিই স্কুল প্রতিষ্ঠার দিকেইস্কুল শুধু গড়লেই হয় না, তা এমন স্থানে প্রতিষ্ঠা করা দরকার, যাতে সফলতা বেশি আসেআমরা স্কুল চালু করেছি চরম দারিদ্র্য ও সহিংসতাপূর্ণ কিছু জায়গায়আমরা পরিবারগুলোর উন্নতির লক্ষ্যেও কাজ করছিবেশি প্রাধান্য দেয়া হয় ভেঙে যাওয়া পরিবারগুলোকেআমরা সহায়তা দিচ্ছি প্রায় ৩০ হাজার পরিবারকেআর তা করা হচ্ছে আমাদেরই গড়ে তোলা আধুনিক সুযোগ-সুবিধা আছে এমন ছয়টি বিদ্যালয়ের মাধ্যমেসুযোগ করে দেয়া হচ্ছে এসব পরিবারের শিশুদের লেখাপড়া করারএতে অভিভাবকেরা খুবই খুশি

 

আরো বলা হয়েছে, এসবের পাশাপাশি পুষ্টির ওপরও বেশ জোর দেয়া হয়েছেকারণ শিক্ষার মতো পুষ্টিও খুবই গুরুত্বপূর্ণ বিষয়পুষ্টিকর খাবার পরিবেশন করা হচ্ছে আমাদের বিদ্যালয়গুলোর প্রায় ছয় হাজার শিক্ষার্থীকেএটি হয়ে দাঁড়িয়েছে রীতিমতো মডেলস্বরূপএলাকাগুলোর বিদ্যালয়গুলোকে বলা হচ্ছে নিজ নিজ এলাকার প্রাণকেন্দ্রএসব থেকে এসংক্রান্ত নানা ধরনের শিক্ষা লাভ করেছি বলেও মন্তব্য করেন শাকিরাতিনি চিন্তা করেন, দিনে মাত্র দুই ডলার ব্যয় একটি শিশুর জীবনকে কিভাবে বদলে দিতে পারেকিভাবে ঝরে পড়া থেকে রোধ করা যায়স্কুল শেষ করে কলেজে যাওয়া শুরু হয়েছে, এমন অনেক শিক্ষার্থী এসব সুযোগ-সুবিধা না পেলে হয়তো যোগ দিত জঙ্গিদলেএখন আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী দেশের মধ্যে পরীক্ষায় পায় সর্বোচ্চ নম্বরএসবই গর্বের বিষয়

 

সমাজের উন্নতির জন্য আমরা কাজ করি সরকারের সাথেওএসব থেকে এখন সহজে  বোঝা যাচ্ছেবেসরকারি উদ্যোগ কতই না গুরুত্বপূর্ণকারণ বেসরকারি উদ্যোগে যখন বিদ্যালয়ের উন্নয়নের কাজ চলে, তখন এগিয়ে আসতে হয় সরকারকেওএসব কথা বলেছেন শাকিরা ও তার সহকর্মীরাতারা বলেন, নতুন প্রজন্মকে উদ্যোগী হওয়ার জন্য তাদের ভালো কাজ করতে এবং তার সফলতার জন্য অন্যদের উসাহিত করতে হবেকোনো শিশু যদি না খেয়ে থাকে কিংবা বিদ্যালয়ে যেতে না পারে, তবে এসবের দায়ভার কিন্তু আমাদের ওপরই বর্তায়সারা বিশ্বে পরিবর্তন বা উন্নতির প্রথম ধাপ মানেই সব শিশুর জন্য শিক্ষার সুযোগ সুনিশ্চিত করা

 

উন্নয়নশীল একটি দেশে আমার জন্ম বলেই হয়তো দারিদ্র্য, ুধা ইত্যাদি সমস্যা বেশি দেখতে হচ্ছে আমাকেদুঃখজনক হলেও সত্য যে, অগণিত শিশু তাদের শৈশবেই আটকে যায় ুধা ও দারিদ্র্যের কঠিন দুষ্টচক্রেবেশির ভাগকেই বাকি জীবন কাটিয়ে দিতে হয় এভাবেই

 

আমি বেড়ে উঠেছি দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায়তাই আমি স্বচক্ষে দেখেছি এসবÑ বলেছেন সঙ্গীতশিল্পী ও সমাজসেবী শাকিরাতিনি আরো বলেন, কলম্বিয়ার বারানকিইলায় বড় হওয়া বা বেড়ে ওঠার দিনগুলোর স্মৃতি মাঝে মধ্যেই ভেসে ওঠে আমার চোখেউন্নয়নশীল বিশ্বের বেশির ভাগ মানুষ মনে করে, গরিব হয়ে যাদের জন্ম, মৃত্যুর আগ পর্যন্ত তাদের গরিব হয়েই থাকতে হয়আমি এ ধারণার সাথে একমত নইকেননা ইচ্ছা, চেষ্টা, সাহস ইত্যাদি সামনের দিকে বা সমৃদ্ধির পথে নিয়ে যায় মানুষকেমেধাবী ও প্রতিভাবান অনেক শিশু-কিশোরকে রাস্তায় থাকতে দেখেছি আমিযাদের দিনরাত কাটে এভাবে, তাদের আবার ভবিষ্য নিয়ে ভলো কোনো আশা! সোজা কথা, ভবিষ্য বলতে আদৌ কিছু ছিল না তাদের জীবনেছোটকালে এসব দেখে মনটা আমার খুবই খারাপ হয়ে যেতবড় হয়ে বুঝতে পারি, শুধু এসব কেন, সব সমস্যারই সমাধান আছেভাগ্য বদলের জন্যই চাই দৃঢ়বিশ্বাসদুঃখজনক হলেও সত্য যে, আজ পর্যন্ত শিক্ষার আলো পায়নি ২০ কোটিরও বেশি শিশু২০ কোটি শিশু মানেই ২০ কোটি মানুষশিশুরাই হচ্ছে আমাদের ভবিষ্যএ সম্পদকে কাজে লাগাতেই হবে উন্নতির ক্ষেত্রেতা ছাড়া সঙ্গীতের মাধ্যমেও শাকিরা সবাইকে সমাজের উন্নয়নে আহ্বান জানান

 

শেয়ার করুন