পাকিস্তানের অবিচল সমর্থন অব্যাহত থাকবে-জারদারি

0
151
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক(১৯ ফেব্রুয়ারী): প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, আল কুদস আল শরিফকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন অব্যাহত থাকবেরোববার ইসলামাবাদে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্মানে আয়োজিত ভোজসভায় জারদারি একথা বলেনপ্রধানমন্ত্রী রাজা পারভেজ আশফাক ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল জারদারি ভুট্টো অনুষ্ঠানে উপস্থিত ছিলেনএছাড়াও ছিলেন সিনেটের চেয়ারম্যান, আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট গভর্নর ও গিলগিট বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, এমএনএ, রাজনীতিবিদ, কূটনীতিবিদ ও পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারাগণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরাও এতে উপস্থিত ছিলেনপ্রেসিডেন্ট জারদারি বলেন, ফিলিস্তিনিদের স্বার্থের পক্ষে সব ফোরামে সমর্থন অব্যাহত রাখার পাকিস্তানজাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনেও পাকিস্তানে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়েছিলজাতিসংঘে পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্তির ব্যাপারে পাকিস্তান পূর্ণ সমর্থন দিয়েছিলএদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পাকিস্তানের গুরুত্বপূর্ণ অবস্থান এবং বছরের পর বছর ধরে শত দুর্যোগ দুর্বিপাক সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছেএজন্য দেশটির প্রশংসা করেন তিনিজাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি অর্জনের জন্য প্রেসিডেন্ট জারদারি উত্ফুল্ল ও গর্ব প্রকাশ করেনকরেন এ অর্জনের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেতিনি আরও আশা প্রকাশ করেন, জাতিসংঘের পূর্ণ সদস্য প্রাপ্তির ক্ষেত্রে এ বিষয়টি মাইলফলক হিসেবে কাজ করবেজারদারি আরও বলেন, অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের নতুন নতুন বসতি স্থাপনের তীব্র নিন্দা জানায় পাকিস্তানতিনি বসতি স্থাপন বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানতিনি বলেন, নতুন নতুন বসতি নির্মাণ প্রক্রিয়ায় বন্ধ করা না গেলে দুই জাতি সমাধানের পর অবরুদ্ধ হয়ে যাবে

 

নিউজরুম

 

শেয়ার করুন