নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় ট্রাকের চাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ট্রাক চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই ওয়াহিদুজ্জমান জানান, বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো ন-০৬২১৮) লিংক রোড দিয়ে সাইনবোর্ডের দিকে যাওয়ার সময় চাঁদমারী এলাকায় পেছন থেকে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু ঘটে।
পরে আশপাশের লোকজন ট্রাকচালক কালু মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
ফেব্রুয়ারি ১৯, ২০১৩