বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৯ ফেব্রুয়ারী): প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতায় অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে বাংলাদেশে গুগল ম্যাপস স্ট্রিট ভিউ চালু করতে যাচ্ছে। এই উদ্ভাবনী সেবার মাধ্যমে বাংলাদেশী এবং বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণকারীরা এ দেশকে নতুনভাবে দেখার এক চমৎকার অভিজ্ঞতা লাভ করবেন।বাংলাদেশের অনুমোদন সাপেে গুগল ঢাকা ও চট্টগ্রামজুড়ে স্ট্রিট ভিউ গাড়ি চালানো শুরু করতে যাচ্ছে। গাড়িটি গুগল ম্যাপস স্ট্রিট ভিউয়ের জন্য এই এলাকাগুলো হতে নানা ধরনের ছবি সংগ্রহ করবে। গুগল ম্যাপস মনে করে, বাংলাদেশে স্ট্রিট ভিউ চালু করার ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি তরান্বিত হওয়ার পাশাপাশি দেশের মানুষের কাছে অনলাইন মানচিত্র সেবা আরো সুবিধাজনক হবে এবং বাংলাদেশ একটি আকর্ষণীয় ও উদীয়মান পর্যটনকেন্দ্র হিসেবে বিশ্বব্যাপী পর্যটকদের কাছে পরিচিতি পাবে।
বর্তমানে গুগল ম্যাপসের জনপ্রিয় সেবা স্ট্রিট ভিউ পৃথিবীর ৪০টিরও বেশি দেশে বিদ্যমান। এটি ব্যবহারকারীকে তার নিকটবর্তী এলাকার প্যানোরামিক একটি চিত্র তুলে ধরার মাধ্যমে সহজেই কোনো জায়গার দিকনির্দেশনা পেতে সাহায্য করে, তাকে নিজের চোখে জায়গাটি দেখার সুযোগ করে দেয়। যে দেশগুলোতে স্ট্রিট ভিউ সুবিধা বিদ্যমান, সেখানকার ব্যবহারকারীরা গুগল ম্যাপস থেকে যেকোনো এলাকার দৃশ্য জুম করে বড় আকারে দেখতে পান। বাম পাশে অবস্থিত কমলা রঙের পেগমান আইকনটি টেনে এনে ম্যাপের নীল রঙ চিহ্নিত রাস্তাগুলোর ওপর বসিয়ে তারা এই সুবিধা পেয়ে থাকেন।
বিশেষ ধরনের ক্যামেরা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতিসূচক চিহ্ন সংবলিত গুগল গাড়ি বর্তমানে বাংলাদেশ প্রদক্ষিণ করছে। এর সাহায্যে ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরগুলোর বিভিন্ন এলাকা, জনপদ ও রাস্তাঘাটের ছবি তোলা হবে। এই উদ্যোগ এ দেশে গুগলের দীর্ঘমেয়াদি বিনিয়োগের আকাক্সক্ষাকে প্রতিফলিত করে, যার উদ্দেশ্য হচ্ছে আগামী কয়েক বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছবি তোলা। এই উদ্যোগে বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতা রয়েছে।গুগলের স্ট্রিট ভিউ গাড়ির আনুষ্ঠানিক পথচলা সম্পর্কে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা সবসময় নতুন প্রযুক্তি গ্রহণ করতে প্রস্তুত এবং গুগলের সাথে যুক্ত হওয়ার ফলে আরো বেশি দেশী-বিদেশী মানুষকে সম্পৃক্ত করতে পারব, যারা বাংলাদেশকে নতুন আলোকে দেখার সুযোগ পাবে। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি এই মানচিত্র প্রযুক্তির বিভিন্ন ধরনের সুবিধা দেয়ার পাশাপাশি বিশ্বের কাছে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরবে। প্রযুক্তি অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী চালিকা এবং ইন্টারনেট সেই শক্তিশালী প্লাটফর্ম, যার মাধ্যমে বাংলাদেশ স¤পর্কে সচেতনতা বাড়ানো সম্ভব। স্ট্রিট ভিউয়ের বিভিন্ন অ্যাপ্লিকেশন বাংলাদেশের জনগণের নানা ধরনের প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করবে। স্ট্রিট ভিউ স¤পর্কে পর্যটন ও বেসামরিক বিমান চলাচল সচিব খোরশেদ আলম চৌধুরী বলেন, আমরা বাংলাদেশে পর্যটকদের সংখ্যা বাড়ানোর জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা করি, গুগল ম্যাপসের স্ট্রিট ভিউয়ে আমাদের সহায়তা, বাংলাদেশে পর্যটন খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এন আই খান বলেন, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশে গুগল ম্যাপস স্ট্রিট ভিউ আনয়নের জন্য গুগলকে সহযোগিতা করছে। কারণ আমরা বিশ্বাস করি, যেকোনো অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ উপাদান।
নিঃসন্দেহে, একটি উন্নত ও বিস্তারিত মানচিত্রÑ ব্যবসায়বাণিজ্য, ভোক্তা এবং বৃহত্তর অর্থনীতিতে নানা ধরনের বাস্তব সুবিধা এনে দিতে পারে। সম্প্রতি গুগলের সহযোগিতায় প্রকাশিত অক্সেরা রিপোর্টে দেখা গেছে, অনলাইন মানচিত্র ও জিপিএসের মতো বিভিন্ন ভৌগোলিক সুবিধা বিশ্বের নানা স্থানে অর্থনৈতিক উত্থানের কারণ হয়ে দাঁড়িয়েছে। অক্সেরা হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী জিও-সার্ভিস খাত বিশ্বব্যাপী ৯০ বিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক এবং ১৫০-২৭০ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব জোগান দিয়েছে। জিও-সার্ভিসের এই সুবিধা ব্যবসায়প্রতিষ্ঠান এবং ভোক্তাদের খরচ বাঁচানোর পাশাপাশি দ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের েেত্র সহায়তা করে। যেহেতু অক্সেরা রিপোর্ট সবসময় সঠিক সংখ্যার ভিত্তিতে তৈরি করা হয়, সুতরাং মানচিত্র আসলেই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতিতে একটি দীর্ঘমেয়াদি অবদান রাখার ল্েয গুগল তার স্ট্রিট ভিউয়ের মতো অনলাইন মানচিত্র প্রযুক্তি নিয়ে এসেছে। গুগল এশিয়া প্যাসিফিকের ডিরেক্টর অব পাবলিক পলিসি, অ্যান লেভিন বলেন, ঢাকা ও চট্টগ্রামে স্ট্রিট ভিউ ড্রাইভিং চালু করার এই উদ্যোগে গুগল বাংলাদেশের সাথে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। স্ট্রিট ভিউয়ের ছবিগুলো বাংলাদেশের ব্যস্ত রাস্তাকে নতুন আঙ্গিকে দেখার সুযোগ করে দিবে বলে আমাদের বিশ্বাস।
নিউজরুম