ফেসবুকে বন্ধু খোঁজার নতুন অ্যাপ্লিকেশন

0
189
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৯ ফেব্রুয়ারী): ব্যবহারকারীরা যাতে ফেসবুকে তাঁদের বাস্তব জীবনের বন্ধুদের সহজে খুঁজে বের করতে পারেন, সে জন্য ফেসবুক একটি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করেছেআর এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বেশ প্রতিযোগিতামূলক একটি বাজারে প্রবেশ করতে যাচ্ছে
এই অ্যাপ্লিকেশন বা অ্যাপটি ব্যবহারকারীর অবস্থান শণাক্ত করে আশপাশের বন্ধুদের খুঁজে পেতে সহায়তা করবেএর মধ্যে আছে ফোরস্কয়ার, হাইলাইট, গুগলের ল্যাটিচিউড এবং ফাইন্ড মাই ফ্রেন্ডসআরও সাফল্য হচ্ছে, ব্যবহারকারীরা যখন প্রোগ্রামটি খুলবে না অর্থা অফলাইনে থাকবে, তখনো অ্যাপসটি কাছের বন্ধুকে খুঁজে বের করার কাজ চালিয়ে যাবে
ফেসবুকে থাকা ১০০ কোটির বেশি ব্যবহারকারী এ অ্যাপের মাধ্যমে আরও বেশি সুযোগ-সুবিধা পাবেতা ছাড়া সবার কাছে সহজেই অ্যাপটি অনেক বেশি আকর্ষণীয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ
ব্লুমবার্গ জানিয়েছে, নতুন এ অ্যাপসটির এখন পর্যন্ত কোনো নাম দেওয়া হয়নিতার পরও আশা করা যাচ্ছে, আগামী মাসেই অ্যাপটি বাজারে ছাড়া হবে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন