এলজির হাই-ডেফিনিশন পর্দার নতুন স্মার্টফোন

0
143
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১ ফেব্রুয়ারী): দক্ষিণ কোরিয়ার এলজি ইলেকট্রনিকস হাই-ডেফিনিশন পর্দার নতুন স্মার্টফোন তৈরি করেছেগতকাল সোমবার এলজি বলেছে, তাদের তৈরি নতুন স্মার্টফোন চলতি সপ্তাহেই কোরিয়ার বাজারে বিক্রি শুরু হবেআগামী এপ্রিল মাসে এই ফোন জাপানের বাজারে ছাড়া হবে
অপটিমাস জি প্রো নামের এই স্মার্টফোনে আছে ৫ দশমিক ৫ ইঞ্চির পূর্ণ হাই-ডেফিনিশন (এইচডি) পর্দাদুই লাখেরও বেশি পিক্সেলে ছবি দেখাবে এই পর্দাঅ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে এই স্মার্টফোনএলজি, সনি করপোরেশন, এইচটিসি করপোরেশন এবং আরও বেশ কয়েকটি মোবাইল ফোনসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান উচ্চ রেজুলেশনের পর্দা তৈরি করছে, যা কিনা এ বছর নতুন স্মার্টফোনগুলোর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে পরিণত হবেপূর্ণ এইচডি পর্দা টেলিভিশনের জন্য একটি সাধারণ ঘটনাপ্রায় সব টেলিভিশনেই এখন রয়েছে এইচডি পর্দাকিন্তু স্মার্টফোনগুলোতে এই মনিটরের ব্যবহার কমএখন মোবাইল ফোনসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এই মনিটর দিয়ে ফোন তৈরি করার চেষ্টা করছে
এলজির কর্মকর্তারা জানান, গত কয়েক বছরে তাঁরা ব্যবসায় বেশ লোকসান দিয়েছেনএই লোকসান কাটিয়ে ওঠার জন্য নতুন এই স্মার্টফোন বাজারে ছাড়া হচ্ছেনতুন স্মার্টফোনটি স্পেনের বার্সেলোনায় আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া জিএসএম মোবাইল কংগ্রেসে দেখানো হবে

 

নিউজরুম

 

শেয়ার করুন