হেরে গেছেন সেরেনা

0
154
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(১ ফেব্রুয়ারী): ব্যাপারটা নিশ্চিত হয়েছিল আগেইবাকি ছিল শুধু আনুষ্ঠানিকতাগতকাল প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে সেটিও সম্পন্ন হলোমেয়েদের টেনিসে সবচেয়ে বেশি বয়সে এক নম্বরে ওঠার ইতিহাস গড়ে ফেললেন সেরেনা উইলিয়ামসঅনন্য এই উপলক্ষটাকে শিরোপার রঙে রাঙিয়ে দিতে পারলে ভালো হতোকিন্তু যাঁকে সরিয়ে শীর্ষে উঠেছেন, গত পরশু কাতার ওপেনের ফাইনালে সেই আজারেঙ্কার কাছে হেরে গেছেন সেরেনা
মনে যা-ই থাক, মুখে সেরেনা সেটিকে বড় করে দেখালেন না, ‘আমি কখনোই ভাবিনি ৩১ বছর বয়সেও খেলবযদিও আমি নিজেকে ৩১ বছর বয়সী মনে করি নাবুঝতেই পারিনি সময়টা কীভাবে চলে গেলআমি কখনো, কখনো, কখনোই ভাবিনি এখনো খেলে যাবআমার অবশ্য আর কিছু করারও নেইতা ছাড়া আমি তো টেনিসটা এখনো ভালোই খেলছিকাজেই কেন নয়?’
আজারেঙ্কাও তাঁকে ভাসিয়েছেন প্রশংসায়, ‘সে সত্যিই মেয়েদের খেলাটা বদলে দিয়েছে, এটিকে নিয়ে গেছে অন্য একটা পর্যায়েসে কিংবদন্তিআমি জানি না, ৩১ বছর বয়সে আমি কী করব! হয়তো-বা টেনিস খেলব নানিশ্চিতভাবেই এটা অবিশ্বাস্য এক অর্জন
প্রশংসা তো পেলেনইসেরেনা প্রতিশোধ নেওয়ারও সুযোগ পেয়ে যাচ্ছেন এ সপ্তাহেইদুবাই ওপেনে সেরেনার মতো খেলছেন নতুন বছরে এখন পর্যন্ত অপরাজিত থাকা আজারেঙ্কাওসবকিছু ঠিকঠাকভাবে এগোলে ফাইনালেই আবার দেখা হওয়ার কথা দুজনেরএক নম্বরের রোমাঞ্চিত চোখে সেরেনাও নিশ্চয়ই তাকিয়ে আছেন সেদিকেইএএফপি

 

 

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন