বিচিত্র সব চরিত্র বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধবদের একটি দল

0
148
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৯ ফেব্রুয়ারী): বিচিত্র সব চরিত্র মিলে ওরা বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধবদের একটি দলএই দলে আছে লরাযেমন সুন্দরী, তেমনি সাহসীআছে পিঙ্কিলেখাপড়া ছাড়া আর কিছু বোঝে না সেদলের আরেকজন বাবলুখাওয়াদাওয়া বলতে অজ্ঞানশহরের সব নামী বাবুর্চির সঙ্গে তার খাতিরমফিজ এক অদম্য মেধাবীআছে সিনেমাপাগল এক স্যার আর অতি রূপবতী এক ম্যাডামসব মিলিয়ে নতুন ধারাবাহিক ইউনিভার্সিটি
ইশকুল এবং কলেজ-এর পর রেদওয়ান রনির পরিকল্পনায় মাছরাঙা টিভির জন্য তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ইউনিভার্সিটিইকবাল হোসাইন চৌধুরীর রচনা এবং আতিক জামানের পরিচালনায় এই ধারাবাহিকটি প্রচারিত হবে প্রতি সোম ও মঙ্গলবার২৫ ফেব্রুয়ারি শুরু হবে ধারাবাহিকটির প্রচারঅভিনয় করছেন মোশাররফ করিম, মীম, মেহজাবীন, শম্পা রেজা, টয়া, অ্যালেন শুভ্র, রাহা প্রমুখ

 

নিউজরুম

শেয়ার করুন