বিনোদন ডেস্ক(১৯ ফেব্রুয়ারী): বিচিত্র সব চরিত্র মিলে ওরা বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধবদের একটি দল। এই দলে আছে লরা। যেমন সুন্দরী, তেমনি সাহসী। আছে পিঙ্কি। লেখাপড়া ছাড়া আর কিছু বোঝে না সে। দলের আরেকজন বাবলু। খাওয়াদাওয়া বলতে অজ্ঞান। শহরের সব নামী বাবুর্চির সঙ্গে তার খাতির। মফিজ এক অদম্য মেধাবী। আছে সিনেমাপাগল এক স্যার আর অতি রূপবতী এক ম্যাডাম। সব মিলিয়ে নতুন ধারাবাহিক ইউনিভার্সিটি।
ইশকুল এবং কলেজ-এর পর রেদওয়ান রনির পরিকল্পনায় মাছরাঙা টিভির জন্য তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ইউনিভার্সিটি। ইকবাল হোসাইন চৌধুরীর রচনা এবং আতিক জামানের পরিচালনায় এই ধারাবাহিকটি প্রচারিত হবে প্রতি সোম ও মঙ্গলবার। ২৫ ফেব্রুয়ারি শুরু হবে ধারাবাহিকটির প্রচার। অভিনয় করছেন মোশাররফ করিম, মীম, মেহজাবীন, শম্পা রেজা, টয়া, অ্যালেন শুভ্র, রাহা প্রমুখ।
নিউজরুম