রুপসীবাংলা ডেস্ক: ঠাকুরগাঁও–মৌলভীবাজার ও নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
সোমবার রাত ৮টায় ঠাকুরগাঁও–বালিয়াডাঙ্গী সড়কের মথুরাপুর নামক স্থানে মোহাম্মদ আলী (৩৮) নামে একজন মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মোহাম্মদ আলীর বাড়ি সদর উপজেলার মথুরাপুর গ্রামে।
এদিকে মৌলভীবাজারের জুরীতে মোটর সাইকেল ও অরিয়েন্ট ওষুধ কোম্পানির পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আলী (৪৫) নামের এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে মারা গেছে।
নিহত সুরুজ জুরী উপজেলার মানিকসিংহ গ্রামের মৃত রেজান আলীর ছেলে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে জুরী উপজেলার মানিকসিংহ নামকস্থানে এ ঘটনা ঘটে। অপরদিকে নোয়াখালী শহরের উত্তর সোনাপুরে ফিলিং ষ্টেশনের পূর্ব পাশের রাস্তায় বাসের চাপায় ঘটনাস্থলেই মো. কামাল উদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছেন।
নিহত কামাল কবিরহাট উপজেলার আবদুল্লাহ মিয়ার হাটের পূর্ব রাজুরগাঁও গ্রামের মো. মোজাফফর আহমেদের ছেলে।
সম্পাদনা, আনোয়ার হোসেন আলীরাজ নিউজ এডিটর, ১৯ ফেব্রুয়ারী ২০১৩