মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর হাটলক্ষীগঞ্জ বেরিবাঁধ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অন্য কোথাও হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, যুবকটিকে হত্যার পর ঘাতকরা হাত পাসহ শরীরে পাথর বেঁধে লাশ নদীতে ফেলে দেয়। পরে তা ভাসতে ভাসতে ধলেশ্বরী নদীতে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
ফেব্রুয়ারি ১৯,২০১৩