সিংড়ায় এফএলএস প্রকল্পের আওতায় ৫হাজার নারী-পূরুষ সহযোগিতা পেয়েছে

0
159
Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ফুট এন্ট লাইভলিহুট সিকিউরিটি (এফএলএস) প্রকল্পের আওতায় সম্প্রতি উপজেলায় ১২টি ইউনিয়নের ১ হাজার্ ৮৬০ জন প্রান্তিক বর্গচাষী এবং ৩ হাজার ১’শ হত দরিদ্র নারীকে নিয়ে ২০১২ সালে কাজ শুরু করে।

সংস্থাটি ইতিমধ্যে প্রাত্যেক উপকারভোগীকে ৮ মাসের খোরাকী ভাতা ২ হাজার ৮’শ টাকা দিয়েছে।

 

প্রত্যেকের ব্যাংক একাউণ্টে হত দরিদ্র নারীদের জন্য ১হাজার টাকা এবং প্রান্তিক বর্গচাষীদের জন্য ৪হাজার ১’শ টাকা করে দেয়া হয়েছে। আধুনিক চাষাবাদের জন্য প্রত্যেক বর্গাচাষীকে ২দিনের কৃষি প্রশিক্ষণ সহ বসত ভিটায় সবজী চাষের প্রাশিক্ষণ দেয়া হয়।

 

উপজেলা এগ্রিকালচার অফিসার ও প্রত্যেক ইউনিয়নের সহকারী এগ্রিকালচার অফিসার প্রশিক্ষণে সহযোগিতা করেন এবং মনিটরিং করেন ইউরোপিয় ইউনিয়নের মনিটরিং টীম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,এফএলএস পিটিএফ সুপারভাইজার ও রিক এর কর্মকর্তাবৃন্দ।

এবিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভিন ও রিক উপজেলা শাখার ব্যবস্থাপক সোবাহান বলেন,আমরা উপকার ভোগীদের জীবন মান উন্নয়নের আশায় নতুন জীবন গড়ার অগ্রণী ভূমিকা দেখে আনন্দিত হয়েছি। 

 

 

সম্পাদনা, আনোয়ার হোসেন আলীরাজ হেড অব নিউজ ১৮ ফেব্রুয়ারী ২০১৩

 

 

 

 

 

শেয়ার করুন