আর্ন্তজাতিক ডেস্ক(১৮ ফেব্রুয়ারী): ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ কিউবায় ক্যানসারের চিকিত্সা শেষে দেশে ফিরেছেন। টুইটারে পোস্ট করা বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন বলে আজ সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
টুইটারে পোস্ট করা তিনটি বার্তার মধ্যে একটিতে ৫৮ বছর বয়সী চাভেজ বলেন, ‘আমরা ভেনেজুয়েলার মাটিতে ফিরে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসীকে ধন্যবাদ। আমরা এখানে আমাদের চিকিত্সা অব্যাহত রাখব।’
টুইটার বার্তায় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো ও সাবেক নেতা ফিদেল কাস্ট্রোকে ধন্যবাদ জানিয়েছেন চাভেজ। এছাড়াও চাভেজ তাঁর চিকিত্সকদের ওপর আস্থা রয়েছে বলে জানান।
গত বছরের ১১ ডিসেম্বর চতুর্থ দফায় ক্যানসারের অস্ত্রোপচারের জন্য কিউবার রাজধানী হাভানায় যান চাভেজ। ২০১১ সালের মধ্য নাগাদ তার ক্যানসার ধরা পড়ে।
চতুর্থ দফা ক্যানসারের অস্ত্রোপচারের পর নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন চাভেজ। ফলে নির্বাচনের পর নির্ধারিত সময় প্রেসিডেন্ট হিসেবে নতুন করে শপথ নিতে পারেননি ৫৮ বছর বয়সী লাতিন আমেরিকার এই সমাজতান্ত্রিক নেতা।
নিউজরুম