কাঁটাবনে সাজেদা চৌধুরীর গাড়িতে আগুন

0
163
Print Friendly, PDF & Email

ঢাকা: জামায়াতের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে বিকাল ৪টার দিকে কাঁটাবন মোড়ে সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা। টয়োটা প্রাডো গাড়িটি সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, দুই যুবক মোটরসাইকেলে করে এসে পার্ক করা গাড়িটির পেছনে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের মাথায় ‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’ স্লোগান সম্বলিত ব্যান্ড ছিল।

পরে পুলিশ ও স্থানীয়রা এসে দ্রুত ওই আগুন নিভিয়ে ফেলে।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) শফিয়া জানান, আগুন দেওয়ার পরপরই দুষ্কৃতিকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান, সংসদ সদস্যের গাড়ি হলেও ভেতরে চালক ছাড়া কেউ ছিল না। পরে জানা যায় এটি সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর গাড়ি।

 ফেব্রুয়ারি ১৮, ২০১৩

শেয়ার করুন