ঢাকা: পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্বাধীনতা প্রজন্ম মঞ্চের ব্যানারে বিক্ষোভ চলছে। পুরনো ঢাকার সুশীল সমাজ এই আয়োজন করেছে।
সোমবার আয়োজক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে, শাহবাগে গণজাগরণ চত্বরের আহ্বানে পুরান ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ করেছে শিক্ষার্থী-শিক্ষকরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে পুরাস ঢাকার সশীল সমাজের উদ্যোগে ‘স্বাধীনতা প্রজন্ম মঞ্চ নাম দিয়ে বিক্ষোভ কর্মসূচী চালিয়ে যাচ্ছে তরুণ-যুবকরা। আয়োজনে রাজাকারদের ফাঁসির দাবির পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানান তারা।
এই দাবিতে স্লোগানের পাশাপাশি গান পরিবেশন করে উপস্থিত জনতাকে উজ্জীবিত রাখছে আয়োজকরা। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সংহতি জানিয়েছে।
নজরুল ইসলাম বলেন, “যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের সাথে একাত্ম হয়ে স্বাধীনতা মঞ্চ যতদিন প্রয়োজন এই আন্দোলন চালিয়ে যাবে।”
এদিকে শাহাবাগের প্রজন্ম চত্বরের আহবানে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুবিলী স্কুল, সেন্ট গ্রেগরি স্কুল, কবি নজরুল, সোহরাওয়ার্দী কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কালোপতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে কালো ব্যাজ ধারণ করে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ফেব্রুয়ারি ১৮, ২০১৩