অদ্ভুত এক উপহারই পেয়েছেন দীপিকা

0
115
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৮ ফেব্রুয়ারী): পছন্দের তারকার মন জয় করতে ভক্তরা কতকিছুই না করেন! এবারের ভালোবাসা দিবসে এক ভক্তের কাছ থেকে অদ্ভুত এক উপহারই পেয়েছেন দীপিকা
১৪ ফেব্রুয়ারি ভক্তের কাছ থেকে বিশেষ উপহার হিসেবে দীপিকা পেয়েছেন ১৪টি নারকেলতবে সেগুলো সাধারণ নারকেল ছিল নাবিশেষ কায়দায় প্রতিটি নারকেলের খোলের ভেতর পুরে দেওয়া ছিল হূদয় আকৃতির চকোলেটশুধু তাই নয়, প্রতি ঘণ্টায় একটি করে নারকেল দীপিকার কাছে পৌঁছে দেন ওই ভক্তজানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ
উপহারের পাশাপাশি হাতে লেখা একটি চিরকুটও পেয়েছেন দীপিকাসেখানে লেখা ছিল, ‘একমাত্র যে মেয়েটি সব সময় আমাকে উজ্জীবিত করে, তাঁর প্রতি ভালোবাসার কিছু নিদর্শন রইল এখানে
ভক্তের কাছ থেকে এমন অদ্ভুত উপহার পেয়ে আনন্দে আটখানা দীপিকাউচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ২৭ বছর বয়সী এ তারকা বলেন, ‘উপহারের মধ্যে আমার ওই ভক্তের যে তীব্র ভালোবাসা লুকিয়ে ছিল তা আমার হূদয় ছুঁয়ে গেছেকেবল উপহারই নয়, যে উপায়ে আমাকে উপহার পৌঁছে দেওয়া হয়েছে সেটাও ছিল অনন্যসাধারণতিনি স্মরণীয় একটি ভালোবাসা দিবস উপহার দিয়েছেন আমাকে

 

নিউজরুম

 

শেয়ার করুন