শিল্পীদের দিগন্ত টেলিভিশন বর্জনের ঘোষণা

0
125
Print Friendly, PDF & Email

গণজাগরণ চত্বর : যুদ্ধাপরাধীর মালিকানাধীন দিগন্ত টেলিভিশন বর্জনের ঘোষণা দিয়েছেন অভিনয় শিল্পীরা।

সোমবার বিকেলে শাহবাগে গণজাগরণ চত্বরে এসে এ ঘোষণা দেন শিল্পীরা। এর আগে জাতীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে একই ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে অর্ধশতাধিক শিল্পী-কলাকুশলীর দলটি শাহবাগের গণজাগরণ চত্বরের সঙ্গে সংহতি প্রকাশ করে।

যুদ্ধাপরাধীর মালিকানায় চলা এ টিভি চ্যানেলটিতের আর কোনো অনুষ্ঠান প্রযোজনা, পরিচালনা বা নাটকে অভিনয় করবেন না তারা বলে জানানো হয়।
 
শহীদ মিনারে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড এই তিনটি সংগঠনের ব্যানারে শিল্পীরা তাদের সংহতি প্রকাশ করে। এসময় পরিচালক মোহাম্মদ হোসেন জেমি বলেন, “আমরা ঠিক করেছি এখন থেকে জামায়াতের যে কোনো মিডিয়ায় কাজ করা বন্ধ করে দেব।” ইতিমধ্যে তিনি নিজে দিগন্ত টেলিভিশনে চলচ্চিত্র বিষয়ক একটি ধারাবাহিক অনুষ্ঠান শেষ পর্বের আগেই বন্ধ করে দিয়েছেন বলে জানান।

জামায়াতের মিডিয়ায় বিজ্ঞাপন না দেওয়ার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন অ্যান্ড ফিল্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ঝুনা চৌধুরী, সুবর্ণা মুস্তাফা, অভিনেতা ওয়াহিদা মল্লিক জলি, গাজী রাকায়েত, জয়া আহসান, কুসুম শিকদার, আজিজুল হাকিম, শম্পা রেজা, তারিক আনাম খান, রোকেয়া প্রাচী, হাসান মাসুদ, নাদের চৌধুরী, কেএস ফিরোজ প্রমুখ।

ফেব্রুয়ারি ১৮, ২০১৩

শেয়ার করুন