ভোলা: ভোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) টেন্ডার দাখিলকে কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রলীগ সভাপতি আবিদুল আলমসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোলা এলজিইডি’র সাউথইস্ট প্রকল্পের প্রায় ৫ কোটি টাকার দরপত্র দাখিলের শেষ দিন ছিলো সোমবার। এ কাজের দরপত্র দাখিলের জন্য জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলমের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা ভোলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এলে যুবলীগ কর্মীরা বাধা দেয়।
এ নিয়ে ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে হামলায় জেলা ছাত্রলীগ সভাপতি আবিদুল আলমসহ ৬ জন আহত হন। একই টেন্ডার নিয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কক্ষে দুই গ্রুপে হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ ঘটনার উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগ সভাপতির ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
তবে নির্বাহী প্রকৌশলী এসএম আকবর হোসেন হাতাহাতির ঘটনা অস্বীকার করেছেন।
ভোলা থানার ওসি তদন্ত আরেফিন জানান, খবর পেয়ে পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা
ফেব্রুয়ারি ১৮, ২০১৩