গুগলের দোকান চালু হবে

0
181
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১ ফেব্রুয়ারী): সার্চ বা অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল এবারে খুচরা পণ্য বিক্রির জন্য দোকান বসানোর পরিকল্পনা করছে
গুগলের বিভিন্ন পণ্য ও সেবা এ খুচরা পণ্য বিক্রির দোকানগুলোতে পাওয়া যাবেগুগলের ঘনিষ্ঠ একটি সূত্র গুগলের রিটেইল ব্যবসা শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেএক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স
গুগলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে নাইন টু ফাইভ গুগল নামের প্রযুক্তি বিষয়ক ব্লগে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রেই প্রথম দোকান বসিয়ে এ ব্যবসা শুরু করবে গুগলগুগলের এ দোকানগুলোর নাম হবে গুগল স্টোর
গুগল স্টোর থেকে ক্রেতারা কী ধরনের পণ্য পাবেন? জানা গেছে, গুগল স্টোরের মাধ্যমে গুগল সাধারণত হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত সমস্যার সমাধান দেবেএ ছাড়াও গুগলের প্রযুক্তিচশমা, গুগলের ক্রোমবুক ল্যাপটপের মতো বিভিন্ন হার্ডওয়্যার পণ্যও বিক্রি হবে
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ‘এক্সব্র্যান্ড নাম দিয়ে এক্স স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, চালকবিহীন গাড়ির মত বিভিন্ন প্রযুক্তি পণ্য তৈরি করছে গুগলআর বিভিন্ন দেশের বড় বড় শহরগুলোতে গুগলের খুচরা পণ্য বিক্রির দোকান বসিয়ে এ পণ্যগুলো বিক্রি করবেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন