আমার এ বছর দুটি ছবিই মুক্তি পাবে

0
246
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৮ ফেব্রুয়ারী):মিলন, কী খবর আপনার? টিভি নাটক থেকে হারিয়েই গেলেন?
হারিয়ে যাইনি, মাঝে বেশ কিছুদিন টিভি নাটকে সেভাবে সময় দিতে পারিনি
কেন?
গত বছরের জুন মাস থেকে কাছাকাছি সময়ে আমার দুটি চলচ্চিত্রের কাজ শুরু হয়একটি নাম দেহরক্ষী, পরিচালক ইফতেখার চৌধুরী; আর অন্যটি পোড়ামন, পরিচালক জাকির হোসেনএর মধ্যে দেহরক্ষীর শুটিং-ডাবিং শেষ হয়েছেআর পোড়ামন ছবির শুটিং শেষ, ডাবিং বাকি আছে
দেহরক্ষীকবে মুক্তি পাবে?
নির্মাতারা ছবিটি এপ্রিল মাসে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেনআমার দুটি ছবিই এ বছর মুক্তি পাবে
আপনার কিন্তু আরেকটি ছবি আছে, ‘শুয়াচান পাখিওটার খবর কী?
ছবিটির শেষ দিকের কিছু কাজ বাকি আছেনির্মাতারা কিছু সমস্যার কারণে কাজটি শেষ করতে পারছিলেন নাগত সপ্তাহে পরিচালক শফিকুল ইসলাম আমার সঙ্গে যোগাযোগ করেছেনআশা করছি, শিগগিরই এই ছবির কাজ শুরু হবে
বুঝতে পারছি, আপাতত চলচ্চিত্রের কাজ কমটিভির কাজ?
এখন কিন্তু টিভির জন্যই কাজ করছিআমার কয়েকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছেরান, অলসপুর, চুপিচুপি, নির্বিকার মানুষ, উত্তরাধিকার, ছায়াবৃতাএক ঘণ্টার নাটক আর টেলিছবি তো আছেই

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন