বিনোদন ডেস্ক(১৮ ফেব্রুয়ারী):মিলন, কী খবর আপনার? টিভি নাটক থেকে হারিয়েই গেলেন?
হারিয়ে যাইনি, মাঝে বেশ কিছুদিন টিভি নাটকে সেভাবে সময় দিতে পারিনি।
কেন?
গত বছরের জুন মাস থেকে কাছাকাছি সময়ে আমার দুটি চলচ্চিত্রের কাজ শুরু হয়।একটি নাম দেহরক্ষী, পরিচালক ইফতেখার চৌধুরী; আর অন্যটি পোড়ামন, পরিচালক জাকির হোসেন। এর মধ্যে দেহরক্ষীর শুটিং-ডাবিং শেষ হয়েছে। আর পোড়ামন ছবির শুটিং শেষ, ডাবিং বাকি আছে।
‘দেহরক্ষী’ কবে মুক্তি পাবে?
নির্মাতারা ছবিটি এপ্রিল মাসে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। আমার দুটি ছবিই এ বছর মুক্তি পাবে।
আপনার কিন্তু আরেকটি ছবি আছে, ‘শুয়াচান পাখি’। ওটার খবর কী?
ছবিটির শেষ দিকের কিছু কাজ বাকি আছে। নির্মাতারা কিছু সমস্যার কারণে কাজটি শেষ করতে পারছিলেন না। গত সপ্তাহে পরিচালক শফিকুল ইসলাম আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আশা করছি, শিগগিরই এই ছবির কাজ শুরু হবে।
বুঝতে পারছি, আপাতত চলচ্চিত্রের কাজ কম। টিভির কাজ?
এখন কিন্তু টিভির জন্যই কাজ করছি। আমার কয়েকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে—রান, অলসপুর, চুপিচুপি, নির্বিকার মানুষ, উত্তরাধিকার, ছায়াবৃতা। এক ঘণ্টার নাটক আর টেলিছবি তো আছেই।
নিউজরুম