কুমিল্লা: পুলিশের গুলিতে শিবির কর্মী নিহতের প্রতিবাদে মঙ্গলবার কুমিল্লা জেলায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াত।
সোমবার দুপুর আড়াইটায় দলীয় কার্যালয়ে এক বৈঠক শেষে মঙ্গলবার হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়।
সোমবার হরতাল চলাকালে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে পুলিশের গুলিতে শিবির কর্মী ইব্রাহীম নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।
কুমিল্লা জেলা জামায়াতের আমির মো. আব্দুস সাত্তার হরতালের খবর নিশ্চিত করেন। তবে এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলো হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
ফেব্রুয়ারি ১৮, ২০১৩