গাইবান্ধা: রংপুর-বগুড়া মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ীর মহেশপুর এলাকায় ব্র্যাক অফিস এলাকায় পত্রিকাবাহী একটি গাড়ি থেকে জনকণ্ঠের ৫টি বান্ডিল নামিয়ে পুড়িয়ে দিয়েছে শিবির। সোমবার সকালে হরতাল চলাকালে এ পত্রিকা পোড়ানো হয়।
এ বিষয়ে জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হাসেমুজ্জামান পত্রিকা পুড়ে ফেলার কথা স্বীকার করে বাংলানিউজকে বলেন, সারা দেশে নয়া দিগন্ত ও আমার দেশ পত্রিকা পুড়িয়ে ফেলার প্রতিবাদে আ’লীগের মুখপাত্র হিসেবে পরিচিত জনকণ্ঠ পত্রিকা পোড়ানো হয়েছে।
জেলা পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পত্রিকা পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার নিহত রাজীব হায়দার সম্পর্কে কটূক্তিমূলক সংবাদ প্রকাশ করায় গাইবান্ধা ও পলাশবাড়ীতে নয়া দিগন্ত পত্রিকা পোড়ানো হয়েছে।
সোমবার সকালে স্থানীয় বিজয় স্তম্ভ চত্বরে এ পত্রিকায় আগুন ধরিয়ে দেন গণজাগরণের সমর্থনকারীরা।
ফেব্রুয়ারি ১৮, ২০১৩