ঢাকা: বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল সামনে রেখে সোমবার রাতে ১২ উপ-কমিটির দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাত সাড়ে আটটায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
এছাড়া মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নয়াপল্টনে বৈঠকে বসবে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটি।
এ উপ-কমিটির আহবায়ক ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ কমিটির সব সদস্যকে যথাসময়ে বৈঠকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। আগামী ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হওয়ার কথা রয়েছে।
ফেব্রুয়ারি ১৮, ২০১৩