সিলেট: সিলেটের প্রত্যেক পাড়া-মহল্লা থেকে জামায়াত প্রতিরোধের আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
এজন্য পুলিশকে সহযোগিতার মাধ্যমে সকল নেতাকর্মীকে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান তিনি।
সোমবার দুপুর ১২টায় পৃথক পৃথক মিছিলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো চৌহাট্টা সরকারি মহিলা কলেজের সামনে মিলিত হয়ে হরতাল বিরোধী সমাবেশ করে। সেখানে মেয়র কামরানের নির্দেশনা উল্লেখ করে বক্তব্য দেওয়া হয়।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত হরতাল বিরোধী সমাবেশে সিলেটের ১৪ দল নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।
মেয়র কামরান তার বক্তব্যে আরো বলেন, দেশে জামায়াত নৈরাজ্য আর বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পুলিশ বিশৃঙ্খলা দমনে গেলে আওয়ামী লীগও সঙ্গে গিয়ে পুলিশকে সহযোগিতা করবে।
এদিকে জামায়াতের ডাকা সিলেটে টানা দ্বিতীয় দিনের হরতালে অন্তত ২০টি সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করা হয়েছে। নগরীর ১৫টি মোড়ে রাস্তায় টায়ার পুড়িয়ে মিছিল দিয়েছেন তারা। আটক করা হয়েছে ৩ জনকে।
কক্সবাজারে জামায়াত-শিবিরের মিছিলে ৪ জন নিহত, ৩০ জন গুলিবিদ্ধসহ ২ শতাধিক নেতাকর্মী আহত ও ১১২ জনকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার দেশব্যাপী জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
ফেব্রুয়ারি ১৮, ২০১৩