রাজশহী: রাজশাহীর কাঁটাখালী পৌরসভার মেয়র জামায়াত নেতা মাজেদুর রহমানের বাড়িতে যৌথভাবে অভিযান চালিয়েছে র্যাব ও পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ককটেল, মার্বেল, গুলতি, পেট্রোল এবং সাংগঠনিক ও জেহাদী বই উদ্ধার করা হয়।
সোমবার জামায়াতের হরতাল চলাকালে এ অভিযান চালানো হয়। মাজেদুর রহমান কাটাখালী পৌর জামায়াতের সাবেক আমির।
দুপুরে জিজ্ঞাসাবাদের পর গুরুত্বপূর্ণ গোপন তথ্যসহ মেয়র পত্নী মোস্তারি বেগমকে আটক করে পুলিশ। এছাড়া হরতাল চলাকালে মহানগরীর বিভিন্ন স্থান থেকে আরও ৪৭ জনকে আটক করা হয়েছে।
এদিকে, রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে দুপরে হরতাল বিরোধী সমাবেশ করেছেন ১৪ দলের নেতকর্মীরা। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জামায়াত-শিবিরের ডাকা হরতাল প্রতিহত করার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ওয়ার্কার্স পাটি রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিকু, জাসদের সাধারণ সম্পাদক শিবলী, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবলীগের সভাপতি আবু সালেহ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বর্তমান সাধারণ সম্পাদক জেডু সরকার, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিক, ছাত্রমৈত্রীর সভাপতি মতিউর রহমান মতি, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আকতারুজ্জামান কাজল, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ।
সাহেব বাজার জিরো পয়েন্ট, আলুপট্টি, কুমারপাড়া, মণিচত্বর, সোনাদিঘীর মোড়, তালাইমারী, কাটাখালি, গৌরহাঙ্গা রেলগেট, শালবাগান, নওদাপাড়া, বিনোদপুর, তালাইমারী, ভদ্রা, কেন্দ্রীয় ও ঢাকা বাস টার্মিনাল, লক্ষীপুর, কোর্ট চত্বর, নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বিপুল পরিমাণ পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে র্যাব।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঁটাখালী পৌরসভার মেয়র মাজেদুর রহমানের বাড়িতে যৌথভাবে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ককটেল, মার্বেল, গুলতি, পেট্রোল, সাংগঠনিক, জেহাদী বই উদ্ধার হয়। পরে গুরুত্বপূর্ণ গোপন তথ্যসহ মেয়র পত্নী মোস্তারি বেগমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া হরতাল চলকালে মহানগরীর বিভিন্ন স্থান থেকে আরও ৪৭ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ কমিশনার।
এদিকে দুপুরের পর থেকে মহানগরীতে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। চলাচল করছে আন্তঃজেলা রুটের বাসও। এছাড়া বিভিন্ন রুটের ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজারে জামায়াত-শিবিরের মিছিলে ৪ জন নিহত, ৩০ জন গুলিবিদ্ধসহ ২ শতাধিক নেতাকর্মী আহত ও ১১২ জনকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার দেশব্যাপী জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
ফেব্রুয়ারি ১৮, ২০১৩