রাজধানীতে ১২ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

0
134
Print Friendly, PDF & Email

ঢাকা: রাজধানীর উত্তরা থানা এলাকায় প্রায় ১২ কোটি টাকা মূল্যের ৬ বোতল কোবরা সাপের বিষ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টায় উত্তরা ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এ বিষ উদ্ধার করা হয়। এগুলো ফ্রান্স থেকে এসেছে বলে পুলিশ জানায়। দেশের ইতিহাসে একসঙ্গে এতো বিষ এর আগে কখনও উদ্ধার হয়নি বলে পুলিশ দাবি করে।  

উত্তরা পশ্চিম থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, হরতালে দায়িত্ব পালনরত থানা পুলিশের একটি মোবাইল টিমের সদস্যরা ৫ নম্বর সেক্টরের লেকের পাড়ে একটি বড় বাক্স পানিতে ভাসতে দেখেন। সন্দেহ হলে তারা বাক্সটি পানি থেকে ওপরে ওঠান। এ সময় তারা বাক্সটিতে কোবরা বিষ রাখা ৬টি কাঁচের পাত্র দেখতে পান। প্রতিটি পাত্রে ২ পাউন্ড করে বিষ রয়েছে বলে তিনি জানান।

খন্দকার রেজাউল হাসান বলেন, বাক্সটি ফ্রান্স থেকে এসেছে। প্রতিটি পাত্রের বিষের মূল্য প্রায় ২ কোটি টাকা। সেই হিসেবে ৬টি বিষের পাত্রের মূল্য প্রায় ১২ কোটি টাকা বলে তিনি জানান।

তিনি বলেন, কারা এটি এনেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। আর দেশের ইতিহাসে এর আগে এক সঙ্গে এতো বিষ উদ্ধার হয়নি বলে জানান তিনি।

 ফেব্রুয়ারি ১৮, ২০১৩

শেয়ার করুন