সোমবার জামায়াতের হরতালে তিনজন নিহত

0
131
Print Friendly, PDF & Email

    ঢাকা: জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে সোমবার রাজধানীসহ সারা দেশে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজধানীর বাড্ডায় অজ্ঞাতপরিচয় এক বাসযাত্রী নিহত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে নিহত হয়েছেন মো. ইব্রাহীম (২৫) নামে এক যুবক। আর কক্সবাজারে জামায়াত-শিবির ক্যাডাররা এক রোগীবাহী মাইক্রোবাসে হামলা চালালে আব্দুর রহমান (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

সকাল ৯টার দিকে বাড্ডা লিংক রোড লায়ন হাসপাতালের সামনে শিবির কর্মীরা মিছিল বের করে। এসময় মিছিলকারীরা বন্ধু পরিবহনের একটি গাড়িতে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে বাসটি পার্ক করতে গিয়ে পাশের রেলিংএ ধাক্কা লাগলে দুই যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে এক যাত্রীর মৃত্যু হয়। অন্য যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়।

সকাল সোয়া ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পিকেটিং করার সময় গুলিবিদ্ধ হয়ে মো. ইব্রাহীম (২৫) নামে একজন নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন আরো ৬ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মুরাদ নামে একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৫ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে, বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার চেইন্দা এলাকায় রোগীবাহী মাইক্রোবাসে ভাঙচুর চালায় পিকেটাররা। এতে আতঙ্কিত হয়ে রোগী আবদুর রহমানের (৬০) মৃত্যু হয় বলে দাবি করেছে তার স্বজনরা।

 ফেব্রুয়ারি ১৮, ২০১৩

শেয়ার করুন