স্পোর্টস ডেস্ক(১৮ ফেব্রুয়ারী): বিছানার পাশে রিভলবার, জানালার পাশে মেশিনগান! তাঁর শোবারঘরে ঢুকলে আরও দেখা যেত দুটি ব্যাট। একটা ক্রিকেট ব্যাট, অন্যটা বেসবলের। রিভলবার দিয়ে গুলি করেই শুধু নয়, অস্কার পিস্টোরিয়াস হয়তো তাঁর বান্ধবীকে খুন করতে ব্যবহার করেছেন ক্রিকেট ব্যাটও। পুলিশ সূত্রের বরাত দিয়ে দক্ষিণ আফ্রিকার একটি পত্রিকা লিখেছে, পিস্টোরিয়াসের ঘর থেকে রক্তমাখা একটি ব্যাটও উদ্ধার করা হয়েছে।
পত্রিকাটিকে পুলিশ সূত্র জানিয়েছে, নিহত রিভা স্টিনক্যাম্পের মাথার খুলিও ভেঙে গিয়েছিল। পিস্টোরিয়াসই বান্ধবীকে আহত করতে এই ব্যাট ব্যবহার করেছেন, নাকি আত্মরক্ষার জন্য স্টিনক্যাম্প সেটি ব্যবহার করেছেন, এখনো অবশ্য নিশ্চিত নয় পুলিশ। ‘ব্যাটে অনেক রক্ত লেগেছিল’ বলে জানিয়েছে ওই সূত্র।
বান্ধবী স্টিনক্যাম্পের হত্যায় অভিযুক্ত দক্ষিণ আফ্রিকার পা-বিহীন এই দৌড়বিদ প্রথমে যে যুক্তি দিয়েছিলেন, সেটিও পুলিশের কাছে টিকছে না বলে লিখেছে সিটি প্রেস। পিস্টোরিয়াস দাবি করেছিলেন, অপরাধপ্রবণ দক্ষিণ আফ্রিকায় আত্মরক্ষার জন্য তিনি ঘরে অস্ত্র রাখতেন। তাঁকে না জানিয়ে স্টিনক্যাম্প ঘরে ঢোকায় প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো চোর ঢুকেছে। না বুঝেই গুলি চালিয়েছেন। তবে এর আগে তাঁর প্রতিবেশীরা দাবি করেন, স্টিনক্যাম্প অনেক আগে থেকেই ওই বাড়িতে ছিল। দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে বলেও শুনেছেন প্রতিবেশীরা। ঝগড়ার আওয়াজ পাওয়া যাচ্ছিল।
পুলিশের ধারণা, পিস্টোরিয়াস প্রথম গুলিটি চালানোর পর সেটি স্টিনক্যাম্পের জন্য প্রাণঘাতী ছিল না। খুন নিশ্চিত করতে পরে আরও তিনটি গুলি চালান, ‘আমাদের সন্দেহ, শোবারঘরে প্রথম গুলিটি করা হয়েছিল, সেটি লেগেছিল নিতম্বে।তিনি তখন বাঁচার জন্য স্নানাগারে পালিয়ে যান। সেখানে এসেই বাকি তিনটা গুলি চালান পিস্টোরিয়াস।’
জামিনের জন্য আগামীকাল আবার আদালতে হাজির হবেন পিস্টোরিয়াস। একই দিন স্টিনক্যাম্পের শেষকৃত্যও হবে। পিস্টোরিয়াস জামিন পাবেন কি না, বলা কঠিন।বাদীপক্ষের আইনজীবী আদালতের প্রথম শুনানিতে তাঁর বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগই এনেছেন। যদিও পিস্টোরিয়াসের পরিবার এই দাবি উড়িয়ে দিয়েছে। তাঁর চাচা আরনল্ড পিস্টোরিয়াসের দাবি, পরিকল্পিত হত্যা বা হত্যার কোনো ঘটনাই ঘটেনি! এএফপি।
নিউজরুম