স্পোর্টস ডেস্ক(১৮ ফেব্রুয়ারী): যেভাবে লাফিয়ে উঠলেন, বোঝাই গেল, গোলটা ভীষণ আনন্দ দিয়েছে তাঁকে। অসাধারণ এক ফ্রি-কিক থেকে গোল করেছেন বলেই নয়, এটি যে দলকে ভারমুক্তও করেছে। লিওনেল মেসির ৭৩ মিনিটের এই গোলেই শেষ পর্যন্ত পুঁচকে গ্রানাডার বিপক্ষে জিতেছে বার্সেলোনা। প্রথমে বার্সার জালে গোল দিয়েছিল গ্রানাডাই। মাঝেমধ্যেই পাল্টা-আক্রমণে বার্সার রক্ষণকে কাঁপিয়েও দিচ্ছিল। মেসি শুধু জয়সূচক গোলই করেননি, এর ৫০ মিনিটে সমতা ফেরানো গোলটিও করেছেন বার্সা জাদুকর।
২৬ মিনিটে ওদিওন ইগালোর গোলে এগিয়ে গিয়েছিল গ্রানাডা। বার্সার অটুট রক্ষণে বারবার কাঁপনও ধরিয়েছে মাত্রই দুই সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেওয়া দলটি। কিন্তু মেসির সৌজন্যেই সমতা ফেরে বার্সা। বক্সের বাইরে থেকে নেওয়া সেস ফ্যাব্রিগাসের জোরালো শট ঠেকিয়ে দিলেও গ্লাভসবন্দী করতে পারেননি গ্রানাডা গোলরক্ষক। হাত ফসকে বেরোনো সেই বল জালে ঠেলেছেন সুযোগের অপেক্ষায় থাকা মেসি।
চাইলে প্রথম গোলটিকেও বিশেষভাবে উদ্যাপন করতে পারতেন। এই গোলটি দিয়েই আরও একটা মাইলফলক ছুঁয়েছেন রেকর্ডের বরপুত্র হয়ে ওঠা আর্জেন্টাইন। বার্সেলোনার প্রথম খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন ৩০০ গোল। সব মিলিয়ে ৩৬৫ ম্যাচে ৩০১ গোল, বয়সও মাত্র ২৫। ম্যাচপ্রতি গোলের এমন ধারা বজায় রাখলে মেসি কোথায় গিয়ে থামবেন ভাবতেও শিহরণ জাগে। বার্সার হয়ে লা লিগায় তো বটেই, সব ধরনের প্রতিযোগিতাতেই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। প্রীতি ম্যাচের গোলের হিসাব সাধারণত ধরা হয় না। তার পরও প্রীতি ম্যাচসহ পলিনো আলকানতারার ৩৬৯ গোলের রেকর্ডও যে মেসি ভেঙে ফেলবেন, এর বিরুদ্ধে বাজি ধরার কেউ আছে?
আগামী পরশু চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের সঙ্গে ম্যাচ। ভারপ্রাপ্ত কোচ জর্ডি রৌরাকে সেই হিসাবও রাখতে হয়েছিল মাথায়। জাভি-ইনিয়েস্তার অনুপস্থিতিতে প্লে-মেকারের ভূমিকা নিতে হয়েছিল মেসিকে। অনেক নিচেই খেলেছেন। তার পরও তাঁর নামের পাশে ২ গোল! ম্যাচ শেষে রৌরা তাই বললেন, ‘মেসির জন্য এটা স্রেফ আরেকটি রেকর্ড। আজ আমরা গোল পাচ্ছিলাম না, সেই অবস্থাতেও ও দুটি গোল করেছে।এটা অসাধারণ কিছু। যখন স্কোরলাইনে সমতা থাকে, ডাগ-আউটে আপনি সব সময় নার্ভাস থাকবেন। আমরা ভুগেছি। আমরা জানতাম, এই প্রতিপক্ষের সঙ্গে খেলা অনেক কঠিন, তার পরও কিছু কিছু সময় আমাদের খেলায় কিছু একটার অভাবও ছিল।’
বার্সায় মেসি
মৌসুম ম্যাচ গোল
২০০৪-০৫ ৯ ১
২০০৫-০৬ ২৫ ৮
২০০৬-০৭ ৩৬ ১৭
২০০৭-০৮ ৪০ ১৬
২০০৮-০৯ ৫১ ৩৮
২০০৯-১০ ৫৩ ৪৭
২০১০-১১ ৫৫ ৫৩
২০১১-১২ ৬০ ৭৩
২০১২-১৩* ৩৬ ৪৮
মোট ৩৬৫ ৩০১
নিউজরুম