স্পোর্টস ডেস্ক(১৮ ফেব্রুয়ারী): প্রথমার্ধের মাত্র ১৮ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সার্জিও রামোস। এরপর ১০ জনের রিয়াল মাদ্রিদ আর কোনো গোলের দেখা পায়নি নগর প্রতিদ্বন্দ্বী রায়ো ভালেকানোর বিপক্ষে। তবে তার আগেই প্রতিপক্ষের জালে দুইবার বল জড়ানোর কারণে জয় পেতে কোনো সমস্যা হয়নি হোসে মরিনহোর শিষ্যদের। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে গতবারের শিরোপাজয়ীরা। তিন ও ১২ মিনিটে গোল দুটি করেছেন মোরাটা ও রামোস।
গতকাল রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ১০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন হোসে মরিনহো। বেশ কয়েকটি পরিবর্তন নিয়েই নিজের শততম ম্যাচটির ডাগআউটে দাঁড়িয়েছিলেন এই পর্তুগিজ কোচ। বিশ্রাম দিয়েছিলেন জাবি আলোনসো ও গঞ্জালো হিগুয়েইনকে। বহিষ্কারাদেশ পাওয়ায় মাঠে নামতে পারেননি লুকা মড্রিক ও আলভারো আরবোলা। এসব কারণে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন মোরাটা। আর নিজের যোগ্যতা প্রমাণের চমত্কার সুযোগটি একেবারেই হাতছাড়া করেননি এই ২০ বছর বয়সী স্ট্রাইকার। রায়ো ভালেকানোর বিপক্ষে খেলা শুরুর মাত্র তিন মিনিটের মাথায় মেসুত ওজিলের একটি ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে যান মোরাটা। বলটা জালে জড়াতে কোনো ভুল করেননি এই স্প্যানিশ স্ট্রাইকার। ১২ মিনিটের মাথায় মেসুত ওজিলের নেওয়া একটি ফ্রি-কিক থেকে হেড করে রিয়াল মাদ্রিদকে দ্বিতীয় গোলটি এনে দেন সার্জিও রামোস। অবশ্য ছয় মিনিট পরেই দুইবার হলুদ কার্ড দেখার ফলে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারকে।তাতে অবশ্য জয় পেতে কোনো সমস্যা হয়নি রিয়াল মাদ্রিদের। ম্যাচের পরবর্তী সময়ে ১০ জনের দল নিয়ে আর কোনো গোল করতে না পারলেও ওই ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।
গতকালের এই জয়ের ফলে এখন লা লিগার ২৪ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দখল ধরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গতকাল তারা রিয়াল ভালাডোলিডের বিপক্ষে পেয়েছে ৩-০ গোলের জয়। আর ২৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে এবারের লা লিগা শিরোপা জয়ের পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বার্সেলোনা।— রয়টার্স
নিউজরুম