আর্ন্তজাতিক ডেস্ক(১৮ ফেব্রুয়ারী):সিরিয়ার চলতি সংকট সমাধানে বিরোধী পক্ষ ও সরকারের একটি ‘গ্রহণযোগ্য’ প্রতিনিধিদলের মধ্যে সংলাপ হবে। জাতিসংঘের কোনো দপ্তরে এই সংলাপ অনুষ্ঠিত হতে পারে।আন্তর্জাতিক মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমি এ কথা জানিয়েছেন।
ব্রাহিমি গতকাল মিসরের কায়রোতে আরব লিগের সদর দপ্তরে এক বৈঠকে যোগদান শেষে এসব কথা বলেন। এ সময় তিনি সিরিয়ায় ২৩ মাস ধরে চলা গৃহযুদ্ধের একটি রাজনৈতিক সমাধানে দেশটির বিরোধী পক্ষ ও সরকারের মধ্যে সংলাপের আহ্বান জানান। এই সংলাপ জাতিসংঘের কোনো দপ্তরে শুরু হতে পারে বলে জানালেও সুনির্দিষ্ট কোনো স্থানের কথা উল্লেখ করেননি তিনি। আবার সিরিয়ার সরকারের কাছ থেকে এই সংলাপের ব্যাপারে কোনো ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে কি না, সেটাও পরিষ্কার নয়।
এর আগে বিরোধী সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের (এসএনসি) নেতা মোয়াজ আল খতিব প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাইস প্রেসিডেন্ট ফারুক আল-সারার সঙ্গে সংলাপে বসার প্রস্তাব দিয়েছিলেন। সম্ভাব্য সেই সংলাপের বিষয়বস্তু ধরা হয়েছিল, আসাদকে নিরাপদে নির্বাসনে যাওয়ার পথ করে দেওয়ার মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পালাবদল।
ব্রাহিমি জানান, মোয়াজের সেই প্রস্তাব সংলাপের দরজা খুলে দিয়েছে। সিরিয়ার সরকার যে বরাবর বলে আসছে তারা সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রস্তুত রয়েছে, তার প্রতি মোয়াজের এই পদক্ষেপ একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তিনি বলেন, ‘জাতিসংঘের কোনো দপ্তরে শুরুতে অন্তত বিরোধী পক্ষ ও সিরীয় সরকারের একটি গ্রহণযোগ্য প্রতিনিধিদলের মধ্যে সংলাপ যদি শুরু হয়, তবে আমরা বিশ্বাস করি যে সেটা হবে একটি অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার একটা সূচনা।’
সিরিয়া ২০১১ সালের মার্চ মাসে সরকারবিরোধী গণ-আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আনুমানিক ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তিউনিসিয়া ও মিসরে গণ-আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের স্বৈরশাসকদের উৎখাতের ধারাবাহিকতায় সিরিয়ায় এই গণ-আন্দোলন শুরু হয়েছিল। রয়টার্স।
নিউজরুম