শিক্ষা ডেস্ক(১৮ ফেব্রুয়ারী): আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা শহরের প্রধান সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে।
পরীক্ষার্থীরা জানায়, বিগত কয়েক বছর কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র শহরের আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজে ছিল। কিন্তু এ বছর পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে সরকারি মহিলা কলেজে করা হয়েছে। এর আগে এই কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীরা বিভিন্ন হয়রানির শিকার হয়েছে। এ কারণে তারা আওলাদ হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্র পুনর্বহালের দাবি জানায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে দেবেন্দ্র কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে শিক্ষার্থীরা মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শহীদ রফিক সড়কে অবস্থান নেয়। সেখানে অবরোধের কারণে শহরের প্রধান সড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
এ ব্যাপারে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. ইন্তাজ উদ্দিন প্রথম আলোকে জানান, বিষয়টি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের হাতে। তিনি চাইলে কোনো কেন্দ্র পরিবর্তন করতে পারবেন।
নিউজরুম