তদন্ত কমিটি গঠন

0
135
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক(১৭ ফেব্রুয়ারী):গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হামলার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছেদুপুরে সিন্ডিকেটের এক জরুরি সভায় উপ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেনকে প্রধান করে এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন জানান, তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়া হয়েছেসিন্ডিকেটের বৈঠক শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, হামলা পরিকল্পিতজামায়াত শিবির এ ঘটনা ঘটিয়েছেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের মৃত্যুর পর মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে দুই ঘণ্টাব্যাপী এই ভাংচুর চলে এবং এতে অচেনা অনেককে অংশ নিতে দেখা গেছে বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানায়এ সময় ভাঙচুরকারীরা উপাচার্যের বাসভবনে হামলা চালায় এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে করা গণজাগরণ মঞ্চে আগুন ধরিয়ে দেয়উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর শিবিরের বিরুদ্ধে সব সময় ঐক্যবদ্ধসারাদেশ যখন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ঐক্যদ্ধ তখন জাহাঙ্গীরনগরের মূল ভবনের সামনে গণজাগরণ মঞ্চে আগুন দেয়া হয়েছে

তিনি জানান, বাসভবনের এগজস্ট ফ্যান ভেঙে ভেতরে ঢোকার পর গেইট খুলে বাড়িতে ভাংচুর করা হয়েছেএ জাতীয় ঘটনা নজিরবিহীনতবে জাবি পরিবার ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবেইজাবি প্রশাসন মামলার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানানক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েনের সিদ্ধান্তও নেয়া হয়েছে সিন্ডিকেটের এ বৈঠকেআনোয়ার হোসেন বলেন, গতকাল পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজকে শিবিরমুক্ত ঘোষণার অনুষ্ঠানের রেশ থেকে এ হামলার ঘটনা হতে পারেদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে নিরাপত্তা জোরদার করার আহ্বানও জানিয়েছেন তিনিএদিকে পুড়িয়ে দেওয়া গণজাগরণ মঞ্চ গতকাল বুধবার আবার তৈরি করছে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরাজাবি সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদ বলেন, জাহাঙ্গীরনগরকে শিবিরমুক্ত করতে শিক্

 

নিউজরুম

 

শেয়ার করুন