জামায়াতের হরতাল দৃঢ়ভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

0
147
Print Friendly, PDF & Email

ঢাকা: জামায়াতের হরতালকে বেআইনি উল্লেখ করে এ হরতাল দৃঢ়ভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
 
তিনি বলেন, ‘‘ধর্মের মোড়কে মানুষ শোষণ করতে দেবো না। সংবিধানের বাইরে কোনো রাজনৈতিক গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেবো না। জামায়াতের হরতাল দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।’’    

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দফতরে এসব কথা বলেন তিনি।

‘প্রধানমন্ত্রী জামায়াত নিষিদ্ধ করার কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার অবস্থান কি’- এমন প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের অবস্থান সুস্পষ্ট করা হয়েছে। এতে কোনো ভিন্নমত নেই। ভিন্নতর অবস্থান করার অবকাশ নেই।”
 
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের পর মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “ভারত-বাংলাদেশ দুই দেশের সন্ত্রাসীদের তালিকা বিনিময় হয়েছে।”    
 
‘বন্দি বিনিময় চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছি’ উল্লেখ করে তিনি বলেন, “কার্যক্রম শুরু হয়েছে।”

অনুপ চেটিয়াকে ফেরত দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অনুপ চেটিয়ার বিষয়ে কিছু বলা যাবে না। উচ্চতর আদালতে মামলা রয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, কোনো কারণেই ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যা চলবে না। এটি আমাদের লক্ষ্য। লক্ষ্য অর্জনে দু’দেশের বাহিনীকে যথাযথ দায়িত্ব পালনে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কিছু ব্যত্যয় ঘটেছে। এ ব্যত্যয় নিয়ে দু’দেশ অনুসন্ধানে ঐকমত্য হয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দু’দেশের সীমান্ত চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্যও হয়েছে।”

 ফেব্রুয়ারি ১৭, ২০১৩

শেয়ার করুন